For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

KIFF 2022: শিল্পী সত্তা বাদ দিয়ে রাজনীতি হচ্ছে! চলচ্চিত্র উৎসবে ব্রাত্য মিঠুনকে নিয়ে আর কী বললেন চিরঞ্জিত

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান-সহ অতিথিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ছিল বেশ যমকালো। সেই অনুষ্ঠানে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে। সেই সময়ই তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্

  • |
Google Oneindia Bengali News

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান-সহ অতিথিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ছিল বেশ যমকালো। সেই অনুষ্ঠানে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে। সেই সময়ই তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়। জানা যায় আমন্ত্রণই জানানো হয়নি তাঁকে। বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে সবকিছুই হয়েছে মাননীয়ার অনুপ্রেরণায়। কেননা অতিথিদের তালিকার অনুমোদন তিনিই দিয়েছেন। তবে সেই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর অনুপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সমসাময়িক অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

মিঠুনকে আমন্ত্রণ না জানানো নিয়ে চিরঞ্জিত

মিঠুনকে আমন্ত্রণ না জানানো নিয়ে চিরঞ্জিত

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীর ডাক না পাওয়াটা যে রাজনৈতিক তা স্বীকার করে নিয়েছেন শাসকদলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এদিন তিনি বারাসতে বলেছেন, মিঠুন চক্রবর্তী সতীর্থ অভিনেতা। নিজেকে মিঠুন চক্রবর্তীর ভাল বন্ধু বলেও দাবি করেছেন চিরঞ্জিত। তিনি আরও বলেছেন, একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

চিরঞ্জিতের রাজনৈতিক ব্যাখ্যা

চিরঞ্জিতের রাজনৈতিক ব্যাখ্যা

চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীর ডাক না পাওয়ার ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়ে চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, কেউ একজন গালাগালি দিচ্ছে, পর মুহূর্তে তাঁকে মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো কি সম্ভব? তিনি আরও বলেছেন, বিজেপিতে চলে যাওয়া নয়, যে ধরণের কথা মিঠুন বলেছেন, সেটা তৃণমূলের পক্ষের নয়। তৃণমূলের নীতির বিরোধিতায় বলছেন। চিরঞ্জিত ব্যাখ্যা করে বলেছেন, শাসকগোষ্ঠী ফেস্টিভ্যাল করছে, সেখানে সব লোককে আমন্ত্রণ জানানো হবে, এরকম হয় না। তবে তিনি বলেছেন, শিল্পী সত্তা বাদ দিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। তবে সেটা যে হচ্ছে তা মেনে নিয়েছেন তিনি।

মিঠুনকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিজেপি

মিঠুনকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিজেপি

১৫ ডিসেম্বর বৃহস্পতিবারের অনুষ্ঠান মঞ্চে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানো নিয়ে রাজ্যের তৃণমূল সরকাকে আক্রমণ করেছিলেন বিজেপির নেতারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটারে বলেছিলেন, অন্য রাজ্যের সুপারস্টারদের ডেকে নিজের রাজ্যের তারকাদের এড়িয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, এই রাজ্যে সবকিছুতেই রাজনীতি। রাজ্যের সবকটি প্রশাসনিক ভবন তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেছিলে। তিনি বলেছিলেন, বিজেপির কেন, কোনও বিরোধীকেই সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় না সরকার।

তৃণমূলের অবস্থান ব্যাখ্যা

তৃণমূলের অবস্থান ব্যাখ্যা

তবে মিঠুন চক্রবর্তীকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না জানানো নিয়ে সরকার তথা তৃণমূলের অবস্থান ব্যাখ্যা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, রাজ্য সরকারের ওপরে আস্থা না থাকা মিঠুন চক্রবর্তীকে কেন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হবে? রাজ্য সরকারের সব কিছু খারাপ হলে কীভাবে চলচ্চিত্র উৎসব ভাল হতে পারে, সেই প্রশ্ন করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

Mrs World 2022: ভারতের সরগম কৌশলের মিসেস ওয়ার্ল্ড ২০২২ খেতাব জয়! ২১ বছর পরে মুকুট ফিরল দেশেMrs World 2022: ভারতের সরগম কৌশলের মিসেস ওয়ার্ল্ড ২০২২ খেতাব জয়! ২১ বছর পরে মুকুট ফিরল দেশে

English summary
Politics aside from being an artist, Chiranjit says on Mithun's not getting invited to the film festival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X