ফের প্রকাশ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য ভাটপাড়ায়
ফের প্রকাশ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। জুটমিলের শ্রমিকরা জানিয়েছে, মঙ্গলবার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের সামনে প্রকাশ্যে এক জুটমিল শ্রমিককে গলার নলি কেটে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মৃত শ্রমিকের নাম রাম বাহাদুর রাজভর (৪৬)। ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে ঘোষপাড়া রোডের উপর তাকে গলার নলি কেটে খুন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই খুনের ঘটনায় জড়িত মৃত রাম বাহাদুরের ২ প্রতিবেশী রামবাবু রাজভর এবং পিন্টু রাজভর। তারাই প্রকাশ্য রাস্তায় রাম বাহাদুরের গলায় ছুরি মেরে খুন করে। ঘটনার পর থেকে পলাতক ওই ২ অভিযুক্ত। মৃত রাম বাহাদুর রাজভরের বাড়ি স্থানীয় মোকামতলা এলাকায়।
ঘটনায় দুই প্রতিবেশী রাজভর পরিবারের মধ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল, সেই কারণেই রাম বাহাদুরের উপর হামলা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান ভাটপাড়া থানার পুলিশের। এই ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়া থানার মোকামতলা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কেউ রেহাই পাবে না। খুনিদের প্রত্যেকের কঠোর শাস্তি চাইছেন স্থানীয় বাসিন্দারা। ভাটপাড়া থানার পুলিশ মৃত ওই জুটমিল শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

ছটপুজোয় পূণ্যস্নান করতে এসে দামোদরে তলিয়ে গেল কিশোরী