For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকা নিয়ে শরীর চুম্বকীয়, শিলিগুড়ির পর আসানসোল-সুন্দরবনেও ঘটল আশ্চর্য ঘটনা

টিকা নিয়ে শরীর চুম্বকীয়, শিলিগুড়ির পর আসানসোল-সুন্দরবনেও ঘটল আশ্চর্য ঘটনা

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

শিলিগুড়ির পর আসানসোল এবং হিঙ্গলগঞ্জেও মিলল ম্যাগনেট ম্যানের খোঁজ। আসানসোলের ম্যাগনেটে ম্যানের নাম অঙ্কুশ সাউ। অন্যদিকে হিঙ্গলগঞ্জের ৭৪ বছরের শংকর প্রমাণিককে নিয়েও আলোড়ন তৈরি হয়েছে।

টিকা নিয়ে শরীর চুম্বকীয়, শিলিগুড়ির পর আসানসোল-সুন্দরবনেও ঘটল আশ্চর্য ঘটনা

উত্তর আসানসোলের সুকান্তপল্লীর বাসিন্দা ২৭ বছরের অঙ্কুশ সাউয়ের শরীরে লোহার চামচ, গাড়ির চাবি, বা গাড়ির রেঞ্জ যেকোন ধাতব বস্ত চুম্বকের মত আটকে যাচ্ছে বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে। আসানসোল পুরনিগমের অস্থায়ী পুরকর্মী ওই যুবকের দাবি, টিকা নেওয়ার পরেই এই আজব ঘটনা ঘটছে তাঁর শরীরে।

গত ৮ জুন তিনি পুরনিগমের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাক্সিন নিয়েছিলেন বলে জানিয়েছেন অঙ্কুশ। তারপরেই তিনি টিভিতে শিলিগুড়ির ম্যাগনেট ম্যানের খবর দেখেন। সেই মতো তিনিও নিজের শরীরে পরীক্ষা নিরীক্ষা করতেই চুম্বকীয় শক্তি ধরা পড়ে বলে জানিয়েছেন ২৭ বছরের যুবক। অঙ্কুশ দেখেন তাঁর শরীরেও ধাতব বস্তু চুম্বকের মত আটকে যাচ্ছে। যুবকের দাবি টিকা নেওয়ার পরেই এই ঘটনা ঘটছে। আগে কখনও এমন হয়নি।

করোনা প্রতিরোধে সীমান্তের গ্রামে পলি মানচিং পদ্ধতিতে চাষ নতুন প্রজাতির লঙ্কারকরোনা প্রতিরোধে সীমান্তের গ্রামে পলি মানচিং পদ্ধতিতে চাষ নতুন প্রজাতির লঙ্কার

সুন্দরবনের অন্তর্গত বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গিয়েছে। মামুদপুরের বাসিন্দা শংকর প্রামানিক গত ৮ এপ্রিল কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ওই অবসরপ্রাপ্ত কর্মী রবিবার দুপুর গ্রামের এক মুদিখানা দোকানে সংসারের মাল কিনতে গিয়ে নিজের আশ্চর্য ক্ষমতার বিষয়টি অনুধাবন করেন। দোকান থেকে দেওয়া খুচরো কয়েন পয়সা দিলে হঠাৎই আচমকাই তাঁর শরীরে চুম্বকীয় মতো আটকে যাওয়াকে ঘিরে চাঞ্চল্য দেখা দেয় হিঙ্গলগঞ্জ জুড়ে। শংকর বাবু বলেন যে তিনি দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরে এই ঘটনা দেখা দিচ্ছে বুঝতে পারছেন না। শারীরিক কোনো অসুবিধা হচ্ছেনা কিন্তু প্রাথমিক অনুমান ভ্যাকসিন দেয়ার পর এ সাইট প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে মনে করছে চিকিৎসক মহল।

English summary
Men turning magnet after taking double dose of Covid 19 vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X