পর পর বিস্ফোরণে কেঁপে উঠল চম্পাহাটি, বিধ্বংসী আগুন বাজি কারখানায়, ভষ্মীভূত একাধিক বাড়ি
বুধবার দুপুরে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল চম্পাহাটি। পর পর দুটি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে বাজি কারখানাটি। আশপাশের দোকানগুলিতেও আগুন ধরে যায়। সেখানেও বাজি মজুত থাকায় আগুন আরও জ্বলে ওঠে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন। বড় দুটি পাম্প নিয়ে আসা হয়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পু়ড়ে ছাই হয়ে গিয়েছে আশপাশের একাধিক দোকান এবং বাড়ি। আতঙ্কে ছড়িয়ে এলাকার বাসিন্দারা এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন। কালীপুজোর জন্য বাজি মজুত করে রাখা হয়েছিল চম্পাহাটিতে। সেখানে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
দমকলের পক্ষ থেকেও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

এদিকে গতকালই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, দূষণে করোনা মারাত্মক আকার নেবে। সেকারণে রাজ্যবাসীকে বাজি পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই রাজস্থান সরকার বাজি পোড়ানো নিষিদ্ধ করেছে। দূষণের কারণে রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে।
পিকে সমান্তরাল তালিকা তৈরি রাখছেন একুশের জন্য, আতঙ্কে তৃণমূলের বিধায়করা