For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়া ভোট দখলের লড়াই, অমিত পা রাখার আগেই ঠাকুরনগর জুড়ে মমতার গুণগানের পোস্টার

মতুয়া ভোট দখলের লড়াই, অমিত পা রাখার আগেই ঠাকুরনগর জুড়ে মমতার গুণগানের পোস্টার

Google Oneindia Bengali News

এখনও রাজ্যে পা রাখেননি অমিত শাহ। তার আগেই ঠাকুরনগরে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। মতুয়া ভোট ব্যাঙ্ক নিয়ে তৎপর দুই দল। অমিত শাহের সভার আগেই ঠাকুর নগর জুড়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার। তাতে লেখা মমতা সরকারের উন্নয়নের খতিয়ান। অমিত শাহের সভাকে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেস মতুয়াভোট ব্যাঙ্ক রক্ষায় ঝাঁপিয়ে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্য সফরে অমিত শাহ

রাজ্য সফরে অমিত শাহ

আজই রাজ্য আসছেন বিজেপি নেতা অমিত শাহ। রাত সাড়ে ১০টা নাগাদ শহরে পা রাখবেন তিনি। আগামিকাল অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে শুরু হবে তাঁর একাধিক কর্মসূচি। ভোটমুখী বাংলায় দেড় মাসের মধ্যে ফের সফরে আসছেন বিজেপির চাণক্য। এবারে তাঁর টার্গেট মতুয়া ভোট। আগামিকাল ঠাকুরনগরে সভা করবেন বিজেপি নেতা। সেখানে এনআরসি ইস্যুতে তিনি কথা বলতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

ঠাকুরনগরে মমতার পোস্টার

ঠাকুরনগরে মমতার পোস্টার

অমিত শাহ পা রাখার আগেই উত্তেজনা চড়তে শুরু করেছে ঠাকুরনগরে। মতুয়াদের ঠাকুরবাড়িতেই রয়েছে যুযুধান দুই গোষ্ঠী। শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ আবার মমতাবালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের। দুই গোষ্ঠীর তৎপরতা এখন তুঙ্গে। সকাল থেকেই ঠাকুরনগর জুড়ে ছয়লাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। তাতে লেখা রয়েছে মমতার একাধিক উন্নয়নের কাজের খতিয়ান।

 মতুয়া ভোট টার্গেট

মতুয়া ভোট টার্গেট

প্রথমবার রাজ্য সফরে এসেই মতুয়া ভোটকে টার্গেট করে নিউটাউনে মতুয়া কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছিলেন অমিত শাহ। এমনকী মতুয়া মন্দিরে গিয়ে পুজোও দিয়েছিলেন তিনি। তারপরেই মতুয়াদের প্রতিনিধিকে নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা। এবং জমির পাট্টা বিলি করেন একাধিক মতুয়াকে। যােক বলে মতুয়া ভোট ব্যাঙ্ক নিয়ে কানায় কনায় টক্কর শুরু হয়ে গিয়েছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের।

 অমিতের সভায় যোগদান

অমিতের সভায় যোগদান

অমিত শাহ রাজ্যে আসার আগে থেকেই তৃণমূলে ভাঙনের ঘণ্টা বেজে গিয়েছে। একাধিক হেভিওয়েট নেতা অমিতের সভায় বিজেিপতে যোগ দিতে চলেছেন বলে খবর। বৈশালী ডালিমিয়া তো নিশ্চিত করে দিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। তালিকায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, অপরূপা পোদ্দারদের নামও।

English summary
Mamata Banerjee's poster at Thakurnagar before Amit Shah visit Matua voters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X