For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙড় থেকে শাসন, দিকে দিকে বিক্ষোভের মুখে আব্বাসের সৈনিকরা, জুতো-ঝাঁটা নিয়ে ISF প্রার্থীকে মার হাড়োয়ায়

ভাঙড় থেকে শাসন, দিকে দিকে বিক্ষোভের মুখে আব্বাসের সৈনিকরা, জুতো-ঝাঁটা নিয়ে ISF প্রার্থীকে মার হাড়োয়ায়

Google Oneindia Bengali News

উত্তর ২৪ পরগনার একাধিক জেলায় বিক্ষোভের মুখে আইএসএফ। সোমবার হাড়োয়ায় প্রচারে গিয়ে আক্রান্ত হলেন আইএসএফ প্রার্থী। ঝাঁটা-জুতো দেখিয়ে গো ব্যাক স্লোগান তুললেন বাসিন্দারা। গ্রামবাসীরা আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহিকে দেখে তেড়ে যায় বলে অভিযোগ। এমনকী প্রার্থীকে মারধরও করা হয় বলে অভিযোগ। শেষে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে আনেন।

আক্রান্ত আইএসএফ প্রার্থী

আক্রান্ত আইএসএফ প্রার্থী

হাড়োয়ায় প্রচারে গিয়ে আক্রান্ত হলেন সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহি। শাসন ও বেলেঘাটায় প্রচারে গিয়েছিেলন তিনি। সেখানে তাঁকে দেখে তেড়ে আসেন গ্রামবাসীরা। ঝাঁটা-জুতো নিয়ে তেড়ে আসেন বলে অভিযোগ। প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বিজেপি প্রার্থীকে। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা।

উদ্ধার করলেন কেন্দ্রীয় বাহিনী

উদ্ধার করলেন কেন্দ্রীয় বাহিনী

আইএসএফ প্রার্থীকে কিছুতেই তাঁরা মেনে নেবেন না বলসে অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা। প্রায় ঘণ্টা খানেক প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। শেষে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে প্রার্থীকে সেখান থেকে বের করে নিয়ে আসেন। এই নিয়ে শাসন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও আইএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবাদে প্রার্থীর বিক্ষোভ

প্রতিবাদে প্রার্থীর বিক্ষোভ

প্রতিবাদে প্রার্থী পথে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। তিনি অভিযোগ করেছেন চক্রান্ত করে তাঁকে মারধর করা হয়েছে। দীর্ঘক্ষণ প্রতিবাদে অবরোধ দেখান তিনি। বাম জমানায় ৩৪ বছর এলাকায় অত্যাচার চালিয়েছেন যাঁরা তাঁদের কোনও ভাবেই এলাকায় মেনে নেওয়া হবে না। সেকারণেই বিক্ষোভ বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা।

বিক্ষোভের মুখে আইএসএফ

বিক্ষোভের মুখে আইএসএফ

যদিও আইএসএফের প্রার্থী এবং কর্মীদের একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এর আগে ভাঙড়ে আক্রান্ত হয়েছেন আইএসএফ কর্মী। তৃণমূল কংগ্রেস তাঁদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন। এবার সংখ্যা লঘু ভোটকে টার্গেট করেই আব্বাস সিদ্দিকিকে মোর্চার সঙ্গে যুক্ত করেছে বামেরা এমনই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এতে প্রদেশ কংগ্রেস সভাপতির তেমন কোনও মত ছিল না।

প্রচারে বেরিয়ে টাকা বিলিতে অভিযুক্ত বিজেপি প্রার্থী, ভাইরাল ভিডিও নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল প্রচারে বেরিয়ে টাকা বিলিতে অভিযুক্ত বিজেপি প্রার্থী, ভাইরাল ভিডিও নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

English summary
ISF Candidate beaten at Haroa in South 24 Parganas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X