For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকাল ট্রেনে টাকার পাহাড়! সন্দেহভাজন যুবকের ব্যাগ তল্লাশি করে অবাক জিআরপি

এবার লোকাল ট্রেনে মিলল টাকার পাহাড়! সন্দেহভাজন এক যুবকের ব্যাগ তল্লাশি করে ৬১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। নৈহাটির লোকাল ট্রেনে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় অবাক জিআরপি।

  • |
Google Oneindia Bengali News

এবার লোকাল ট্রেনে মিলল টাকার পাহাড়! সন্দেহভাজন এক যুবকের ব্যাগ তল্লাশি করে ৬১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। নৈহাটির লোকাল ট্রেনে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় অবাক জিআরপি। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিটাগড়ের বাসিন্দা ওই যুবক। তাকে আটক করা হয়েছে। ওই টাকর উৎস জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

লোকাল ট্রেনে টাকার পাহাড়! ব্যাগ তল্লাশিতে অবাক জিআরপি

সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট তেকে উদ্ধার ৫০ কোটি লগদ। উলুবেড়িয়ায় ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা। তারপর গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ির খাটের তলা থেকে উদ্ধার সাড়ে ১৭ কোটি টাকা। এরপরই লোকাল ট্রেনের কামরায় ব্যাগভর্তি টাকা উদ্ধারের ঘটনা ঘটল। লোকাল ট্রেনে টিটাগড়ের যুবকের কাছ থেকে ৬১ লক্ষ টাকা উদ্ধারের পর রেল পুলিশ তদন্ত শুরু করেছে।

রেল পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, ওই বিপুল টাকা কোথা থেকে এল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ ওই টাকা। নৈহাটির জিআরপি সন্দেহভাজন ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে নৈহাটি স্টেশনে চেকিং চলছিল। আপ কল্যাণী লোকাল থেকে ওই যুবক নামার পরেই তাঁর ব্যাগ দেখে সন্দেহ হয়। টিটাগড়ের বসিন্দা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে প্রায় ৬১ লক্ষ টাকা পাওয়া যায়। তাঁর কাছে তেকে জানতে চাওয়া হয় ওই টাকা কোথা থেকে আনছিল সে, কোথায় নিয়ে যাচ্ছিল, তবে তাঁর কোনও সঙ্গতিপূর্ণ উত্তর দিতে পারেনি ধৃত যুবক।

রেল পুলিশ এখন তদন্তে নেমেছে ওই টাকার উৎস জানতে। পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, কোথা থেকে টাকা আসছিল, কোথায় যাচ্ছিল, ওই টাকা কার, কী উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল। ওই টাকার সঙ্গে কোনও দুর্নীতির যোগ রয়েছে কি না? যদি দুর্নীতি বা অপরাধমূলক ঘটনা না থাকবে, এত টাকা ব্যাগভর্তি করে নিয়ে কেন ট্রেনে করে যাবে ওই যুবক। ওই যুবককে গ্রেফতার করে হেফাজতে নিয়ে সেসব জানার চেষ্টা চালানো হবে। এদিন তাঁকে কোর্টে পেশ করা করা হবে।

এর আগে নন্দাগ্রাম থেকেও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে পুলিশ। দিনমজুরের বাড়ি থেকে ২ লক্ষ টাকা ও গয়না উদ্ধার করা হয়। পুজোর আগে গোপন সূত্রে খবর পেয়ে নন্দীগ্রামে জব্বার আলি বেগের বাড়িতে হানা দিয়ে ওই টাকা উদ্ধার করা হয়। প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না। আবার তিনি সম্প্রতি ৬ লক্ষ টাকা দিয়ে তিনি জমি কিনেছেন বলেও জানা যায়।

বিসিসিআই সভাপতি সৌরভ কি রাজনীতির বলি, তৃণমূল-বিজেপির তরজায় জল্পনার ঘনঘটাবিসিসিআই সভাপতি সৌরভ কি রাজনীতির বলি, তৃণমূল-বিজেপির তরজায় জল্পনার ঘনঘটা

English summary
GRP rescues 61 lakhs rupees from a suspected youth in Local train of Naihati and starts investigation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X