For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফের বাঘের শিকার এক মৎস্যজীবী

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফের বাঘের শিকার এক মৎস্যজীবী

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

আবারও সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের শিকার হলেন এক মৎস্যজীবী। গ্রামবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। জানা গিয়েছে, মৃত মৎস্যজীবীর নাম অভয় মণ্ডল (৩৮)। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঁটামারি গ্রামের বাসিন্দা সে। এদিন তিনি তাঁর দুই সঙ্গীর সঙ্গে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সঙ্গীরাই এলোপাথাড়ি লাঠি চালিয়ে বাঘটিকে তাড়ায়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় অভয় মণ্ডলের। সঙ্গীরাই তাঁর দেহ উদ্ধার করে কাটামারি গ্রামে নিয়ে যান।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফের বাঘের শিকার এক মৎস্যজীবী

স্থানীয়রা জানান, গত দশ বছর ধরেই কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করছিলেন অভয় মণ্ডল। পরিবারে রয়েছে স্ত্রী ও চার মেয়ে। ছোট মেয়ের বয়েস মাত্র ৪ বছর। স্থানীয় লক্ষ্মণ মন্ডলের নৌকায় সঙ্গে যাদব মন্ডলকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে তিনজন যখন মেছুয়া দ্বীপের কাছে বালির খালে কাঁকড়া ধরছিলেন। ঠিক তখনই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে অভয় মণ্ডলের ওপরে। জল কাঁদার মধ্যেই বাঘের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন অভয়।

অন্যদিকে, ঘাড়ে কামড় বসিয়ে অভয়কে জঙ্গলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে সুন্দরবনের দক্ষিণরায়। সেই সময় লক্ষ্মণ ও যাদব দুজনেই লাঠিসোটা নিয়ে বাঘকে ভয় দেখালে বাঘটি ওই মৎস্যজীবীকে ছেড়ে দিয়ে জঙ্গলে ঢুকে যায়। এরপর লক্ষণ-যাদব, অভয় মণ্ডলের দেহউদ্ধার করে নৌকায় গ্রামে তুলে নিয়ে আসেন।

ফের ভাড়া বৃদ্ধির দাবিতে রাস্তায় নামতে চলেছে বাস সংগঠনগুলিফের ভাড়া বৃদ্ধির দাবিতে রাস্তায় নামতে চলেছে বাস সংগঠনগুলি

English summary
Fisherman died of Tiger attack in Sundarban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X