For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালঞ্চ বাজারে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক সম্পত্তি

মালঞ্চ বাজারে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক সম্পত্তি

  • |
Google Oneindia Bengali News

কালীপুজোর রাত শেষে বিধ্বংসী অগ্নিকাণ্ড মালঞ্চ বাজারে। সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ৫ টি দোকান। ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিপূরণের আশঙ্কা করছেন ব্যাবসায়ীরা।

মালঞ্চ বাজারে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক সম্পত্তি

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থেকে কলকাতাগামী বাসন্তী হাইওয়ে পাশে মালঞ্চ বাজারে শনিবার ভোর রাতে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে। দশকর্মা থেকে মনোহারী মুদিখানার দোকান মজুদ করা ফলের দোকান পরপর দোকান গুলি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি, দুটি প্রাচীন জিউলি গাছ ও বটগাছ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণ করার জন্য আশেপাশে লোকজন ছুটে আসলো শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু তার আগেই পুড়ে ছারখার হয়ে যায় দোকানগুলো।
তবে কি কারণে আগুন লেগেছে তদন্ত শুরু করেছে দমকল ও মিনাখাঁ থানার পুলিশ।

শর্ট সার্কিট থেকে এটা হয়েছে, না দোকানের ভিতরে কোন দাহ‍্য বস্তু ছিল কিনা ব্যবসায়ীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কুশল পাল জানান, কি করে আগুন লেগেছে, বুঝতে পারছি না। ক্ষতিগ্রস্ত দোকানের মাল সামগ্রী সম্পূর্ণ পুড়ে গিয়েছে। প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান ব্যবসায়ীদের।

দীপাবলি ভোররাতে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েছেন মালঞ্চ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। এই আগুন যদি ছড়িয়ে পড়তো তাহলে আরও বড় বিপদের সম্মুখীন হতে বাজারের ব্যবসায়ীরা। এর পাশাপাশি বহু দোকান ছিল সেগুলো কোন রকম ভাবে এই যাত্রায় বেঁচে যায়। না হলে বড় বিপদের আশঙ্কা ছিল।

সৌমিত্রর প্রয়াণে পার্থ চট্টোপাধ্যায় থেকে নুসরত-দেব-মিমির টুইটবার্তায় শোক প্রকাশসৌমিত্রর প্রয়াণে পার্থ চট্টোপাধ্যায় থেকে নুসরত-দেব-মিমির টুইটবার্তায় শোক প্রকাশ

English summary
Fire takes place in Malancha Bazar of Basirhat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X