For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

KaliPuja 2021: মাটির মূর্তি নয়, দীপান্বিতার সন্ধ্যায় মেয়েকেই মা লক্ষ্মীরূপে পুজো করলেন বাবা

KaliPuja 2021: মাটির মূর্তি নয়, দীপান্বিতার সন্ধ্যায় মেয়েকেই মা লক্ষ্মীরূপে পুজো করলেন বাবা

  • |
Google Oneindia Bengali News

"এসো মা লক্ষ্মী বসো ঘরে" দীপান্বিতা লক্ষ্মীপূজায় নিজের একমাত্র মেয়েকেই আরাধনা করে অভিনব বার্তা দিলেন ব্রাহ্মণ এই দম্পতি। মেয়ে হয়ে জন্মানো কোন অপরাধ নয়। মেয়েরাও সম্পদ। সমাজের কাছে এই বার্তাই পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেন তারা। আর এই উদ্যোগকে সাধুবাদ জানালেন অনেকেই। শুধুব তাই নয়, সমাজের একাংশের মতে, সবাই যদি এমন হতেন তাহলে সমাজটাই আজ বদলে যেত। খুন হতে হত না মেয়েদের।

 লক্ষ্মীরুপে সাজিয়ে তোলেন ব্রাহ্মণ এই দম্পতি

লক্ষ্মীরুপে সাজিয়ে তোলেন ব্রাহ্মণ এই দম্পতি

বৃহস্পতিবার মা লক্ষ্মীর বারে দীপান্বিতা লক্ষ্মীপূজায় নিজের একমাএ আদরের আট বছরের শিশুকন্যাকে লক্ষ্মীরুপে সাজিয়ে তোলেন ব্রাহ্মণ এই দম্পতি। শুধু সাজিয়ে তোলা নয়, একেবারে উপাচার মেনে পূজা করেছেন উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গার বাসিন্দা দেবব্রত ও পরমা বন্দ্যোপাধ্যায়। ব্যতিক্রমি এই পূজায় অংশ নিয়ে খুশী শ্রীমা মঠের অধ্যক্ষ স্বামী সত্যরুপানন্দ মহারাজ। তিনি বলেন,"প্রতিটি মেয়েই তার বাবা ও মায়ের কাছে ঘরের লক্ষ্মী। তাই নিজের মেয়েকে লক্ষ্মী সাজিয়ে পূজা করা যেতেই পারে।

মেয়েরা মায়ের জাত

মেয়েরা মায়ের জাত

শুধু তাই নয়, স্বামীজি আরও বলেন, পরিবারে একটা মেয়ে জন্মানো মানেই পরিবারের আয় উন্নতি বৃদ্ধি হয়। মেয়েরা মায়ের জাত। তাই এখানে ঘরের মেয়ের লক্ষ্মীপূজা করা হলো শাস্ত্রমতে। ধর্মীয় উপাচার মেনে মেয়েকে এখানে লক্ষ্মীরুপে পূজা করা হয়েছে।"

দেবাঙ্কিতাকে লক্ষ্মীরুপে কেন পূজা করছেন দম্পতি?

দেবাঙ্কিতাকে লক্ষ্মীরুপে কেন পূজা করছেন দম্পতি?

গোবরডাঙ্গার বাসিন্দা দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও পরমা বন্দ্যোপাধ্যায়ের একমাএ সন্তান বছর আটেকের দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। এদিন ছোট্ট দেবাঙ্কিতাকে লক্ষ্মীরুপে কেন পূজা করছেন দম্পতি? প্রশ্নের উত্তরে তারা বললেন," আমাদের বাড়িতে বংশ পরম্পরাভাবেই এইদিনই মা লক্ষ্মীর পূজা করা হয়। স্বরুপনগরের গোবিন্দপুরের বাড়ুজ্জ্যে জমিদার বাড়ির উত্তরসূরী আমরা। এই পূজা অনেক বছর ধরেই আমার পিতৃপুরুষেরা করে আসছেন। কিন্তু আমাদের কোল আলোকিত করে যখন মেয়ে আসলো তখন থেকেই প্রতি বছরে দীপান্বিতার দিন মালক্ষ্মীর পূজা করে আসছি।

ভাবনাকে স্যালুট জানিয়েছে সমাজ

ভাবনাকে স্যালুট জানিয়েছে সমাজ

কারণ হিসাবে ওই দম্পতি জানান, আমরা সমাজে প্রতিনিয়তই দেখি বিভিন্ন জায়গায় কন্যা সন্তানের প্রতি মানুষের অবহেলার ঘটনা। অত্যাচারিত হয় মেয়েরা। আর সেই জায়গা থেকেই আমরা সমাজের বুকে বার্তা দিতে চেয়েছি মেয়েরা মায়ের রুপ। তাই তাদের সন্মান করা উচিৎ। তাঁদের এক ভাবনাকে স্যালুট জানিয়েছে সমাজের একাংশ। তাঁদের মতে, সবাই যাতে এই ভাবে ভাবে তাহলে সমাজটাই বদলে যাবে।

একহাতে পদ্ম আর এক হাতে লক্ষ্মীর ঝাঁপি

একহাতে পদ্ম আর এক হাতে লক্ষ্মীর ঝাঁপি

এদিন পরনে লাল সাদা শাড়ি,লাল ব্লাউজ। গলায় রজনীর মালা। মাথায় রজনীর মুকুট। একহাতে পদ্ম আর এক হাতে লক্ষ্মীর ঝাঁপি। মা লক্ষ্মী সাজে এদিন দেবাঙ্কিতাকে লক্ষ্মীমন্ত্র দেখাচ্ছিল। শঙ্খধ্বনি আর ঘন্টার আওয়াজে মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে এক ব্যতিক্রমি দীপান্বিতা লক্ষ্মীপূজায় অনান্য বছরের মতো এবছরও সাক্ষী হলেন এলাকার মানুষ।
যে দেশে মেয়ে হওয়ার অপরাধে এক রত্তির মেয়েকে ফেলে দেওয়া হয় রাস্তায়। যেখানে স্কুলের গন্ডি পেরোনোর আগেই বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়ের। যেখানে মেয়েদের সুরক্ষার জন্য দেশের সর্বত্রই সচেতনতার প্রচার চালাতে হয় সরকারকে। সেইখানে দাঁড়িয়েই নিজের মেয়েকে লক্ষ্মীরুপে পূজা করে অনন্য নজির করলেন এই দম্পতি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

মাটির মূর্তি নয়, দীপান্বিতার সন্ধ্যায় মেয়েকেই মা লক্ষ্মীরূপে পুজো করলেন বাবা

English summary
Father worshipped her daughter as Laxmi on Diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X