নকল সর্ষের তেলের কারখানা হদিশ বসিরহাটে, আটক ২
নামি কোম্পানির সর্ষের তেলের স্টিকার লাগিয়ে ভেজাল সর্ষের তেল বিক্রির অভিযোগ উঠল বসিরহাটের তেল কারবারির বিরুদ্ধে। ঘটনায় ১২ লিটার ভেজাল সর্ষের তেল সহ এবং জাল স্টিকার সহ দুইজনকে আটক করল বসিরহাট থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, বসিরহাটের সংগ্রামপুর এলাকায় এই বেআইনি তেলের কারবারিকে হাতেনাতে ধরে পুলিশ। পাশাপাশি, উদ্ধার হয়েছে বারোশো লিটার ভেজাল সর্ষের তেল ও জাল স্টিকার। কারখানায় হানা দেওয়ার পর কারখানা সিল করে দিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, নামি কোম্পানির স্টিকার লাগিয়ে সর্ষের তেল কারবারি চালাতো জাল ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগ্রামপুর থেকে সরবরাহ হত জাল তেল। অভিযোগ, মিস্টার কুন্ডু বসিরহাট স্বরূপনগর রোডের পাশে একটি মুদিখানার দোকান খুলে তার আড়ালে ভেজাল সর্ষের তেলের দামি কোম্পানি স্টিকার লাগিয়ে কারবারি চালাতে রাজ্যজুড়ে।
গোপন সূত্রে পুলিশের কাছে খবর গেলে বুধবার বিকেল পাঁচটা নাগাদ বসিরহাট থানার পুলিশ এসে ভেজাল তেলের কারখানা সিল করার পাশাপাশি, বারোশো লিটার সর্ষের তেল উদ্ধার করে। সেই সঙ্গে উদ্ধার হয় নামি কোম্পানির জাল স্টিকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে বড় চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।

গড়বেতায় লাঠি হাতে প্রভাবশালী তৃণমূল নেতা! রাস্তায় ফেলে মার একাধিক মহিলাকে