গঙ্গাসাগরে করোনা আক্রান্ত ৮ পূন্যার্থী, বাড়ছে সংক্রমণের আতঙ্ক
করোনা আতঙ্ক ছড়িয়েছে এবার গঙ্গা সাগরে। করোনা আক্রান্ত ৮ জন পূণ্যার্থী।
করোনা অতিমারি পরিস্থিতিতে এবছর অতি সতর্কতার মধ্যে গঙ্গা সাগরে পূর্ণ স্নান ও গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। গঙ্গাসাগর মেলা নিয়েও রাজ্যকে একাধিক বিষয়ে সতর্ক করেছিল কলকাতা হাইকোর্ট। বেঁধে দিয়েছিল সতর্ক বিধি।

আদালতের নির্দেশ মতো করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে রাজ্যকে পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজার ও নিয়মিত স্যানিটাইজেশন ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি, স্বাস্থ্য পরীক্ষার জন্যও ব্যাবস্থা রাখা হয়। সেই স্বাস্থ্য পরীক্ষাতেই এবার গঙ্গাসাগরের আট পূণ্যার্থীর শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ।
সূত্রের খবর, বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগরমুখী বিভিন্ন জায়গায় মোট ৩৬ হাজার ৮ জন পূণ্যার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে আট জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।
ইতিমধ্যেই চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাঁদের হাওড়ায় নিয়ে আসা হয়েছে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। করোনার কথা মাথায় রেখেই এবছর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এই মেলায়। থাকছে প্রচুর অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, এমনকি আইসিইউ এর ব্যবস্থাও।