
বিজেপিতে আরও ভাঙন, ‘সভাপতি’র বিরুদ্ধে তোপ দেগে ইস্তফার হিড়িক উত্তর ২৪ পরগনায়
বিজেপির সংগঠনে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না কিছুতেই। ভাঙন চলছে ধারাবাহিকভাবে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে গণইস্তফা দিয়েই চলেছেন নেতা-নেত্রীরা। রবিবার জেলা কমিটি তেকে মোট ৫ জন ইস্তফা দিয়েছেন। এর ফলে এক সপ্তাহের মধ্যে বিজেপির জেলা কমিটি থেকে ইস্তফা দিলেন মোট ২০ জন সদস্য।

বিজেপি থেকে ইস্তফা আর ৫ নেতার
প্রথম বিজেপির ১৫ জন সদস্য ইস্তফা দিয়েছিলেন বারাসত সাংগঠনিক জেলা থেকে। তাঁদের পাঁচ জনের বিরুদ্ধে আবার রীতিমতো অ্যাকশনও নিয়েছিলেন জেলা সভাপতি। কিন্তু সেই অ্যাকশনের পরও তাঁরা ভয় পাননি বা পিছপা হননি। আরও পাঁচ জন সদস্য জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন।

১৫-র পরে আরও ৫, রক্তক্ষরণ বিজেপিতে
এর ফলে স্পষ্ট বিজেপিতে কিছুতেই রক্তক্ষরণ থামছে না। একুশের বিধানসভা নির্বাচনের পর য়া শুরু হয়েছিল, সেই ভাঙনের ধারা আজও অব্যাহত। সম্প্রতি গণ ইস্তফার হিড়িক পড়েছে উত্তর ২৪ পরগনা বিজেপিতে। প্রথমে ১৫ জন সদস্য জেলা কমিটি ছেড়েছিলেন, তার এক সপ্তাহ পরে আরও পাঁচ জন বিজেপি নেতা-নেত্রী ইস্তফা দিলেন।

৫ বিদ্রোহী নেতাকে শোকজেও ভাঙন চলছে
প্রথম যে ১৫ জন নেতা ইস্তফা দিয়েছিলেন, তাদের মধ্যে ৫ বিদ্রোহী নেতাকে শোকজ করে পাল্টা দিয়েছিলেন বিজেপি জেলা সভাপতি। সেই শোকজের কোনও তোয়াক্কাই করেননি বিজেপির বিদ্রোহীরা। তারই ফলশ্রুতি আরও ভাঙন। উপনির্বাচনের ফল বেরনোর পর থেকে রাজ্য বিজেপিতে ভাঙন বেড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলা সফের এসে বিজেপি নেতা-কর্মীদের বার্তা দিয়ে গিয়েছিলেন, তারপরও ভাঙন অব্যাহত রইল।

গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বিজেপিতে, আদি-নব্য দ্বন্দ্বও
বিজেপিতে জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। আদি-নব্য দ্বন্দ্ব তো প্রকাশ্যে এসে পড়েছে বঙ্গ বিজেপির। সম্প্রতি দিলীপ বনাম সুকান্ত নিয়েও নানা জল্পনা চলছে। কোথাও জেলা শীর্ষ নেতৃত্ব আবার কোথাও রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়ছেন অনেকে। অনেকে বিদ্রোহী হয়ে উঠেছেন। তার ফলেই এই গণ ইস্তফার হিড়িক বলে মনে করা হচ্ছে।

বিজেপির বারাসত সাংগঠনিক জেলায় দ্বন্দ্ব
সম্প্রতি বিজেপি ভাঙন ঠেকাতে উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলার পাঁচ বিদ্রোহী নেতকে শোকজ করা হয়। কিন্তু তারপরও কোন্দল অব্যাহত রয়েছে। জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছেন অনেকে। অনেকে দল ছেড়েছেন। জেলা সভাপতি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েও ভাঙন ঠেকাতে পারছেন না। বিজেপির বারাসত সাংগঠনিক জেলায় দ্বন্দ্ব লেগেই রয়েছে।

জেলা সভাপতির বিরুদ্ধে কী অভিযোগ নেতাদের
বিজেপির বিদ্রোহী নেতারা সাফ জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে টানা লড়াই চলবে। জেলা সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে মুখ খুলে তাঁরা জানান, জেলা সভাপতি স্বজনপোষণ করছেন। অযোগ্য ব্যক্তিদের ইচ্ছমতো পদ দিয়েছেন। যোগ্য ব্যক্তিরা পদ পাননি। তাই তাঁর বিরুদ্ধে নেতারা অনাস্থা এনেছে।
সাগরে ঘূর্ণিঝড়ের অশনি সংকেত, মুখ্যমন্ত্রী বিপর্যয় মোকাবিলায় পিছিয়ে দিলেন জেলা সফর