For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচনের আগে সিএএ তাস বিজেপির, মতুয়ামহলে সমাবেশে গিয়ে দিলেন পুজোও

পঞ্চায়েত নির্বাচনের আগে সিএএ তাস বিজেপির, মতুয়ামহলে সমাবেশে গিয়ে দিলেন পুজোও

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের আগে সিএএ নিয়ে বিশেষ বার্তা দিল বিজেপি। মতুয়ামহলে সমাবেশে যোগ দিতে গেলেন শুভেন্দু অধিকারী। আর তার আগে ঠাকুর নগরে পৌঁছে পুজো দিলেন তিনি। মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরকে পাশে নিয়ে পুজো দেওয়ার পর তাঁর বার্তা সিএএ যখন হয়েছে, তখন তা লাগুও হবে। মতুয়াদের আশ্বাস দিলেন শুভেন্দু।

পঞ্চায়েত নির্বাচনের আগে সিএএ তাস বিজেপির, মতুয়ামহলে সমাবেশে গিয়ে দিলেন পুজোও

পঞ্চায়েতের আগে মতুয়া মহলে সমাবেশে যোগ দেওয়ার আগেই শুভেন্দু মতুয়াদের আশ্বাসবাণী দিয়ে তাঁদের পাশে থাকার আহ্বান জানান। বিজেপির ডাকে তিনি এদিন সিএএ নিয়ে সমাবেশে যোগ দিতে ঠাকুরনগরে এসেছেন। বিজেপি পঞ্চায়েতের আগেই সিএএ নিয়ে সুর চড়াতে চাইছে। বিজেপির ডাকে সিএএ নিয়ে সমাবেশে শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, নিশাথী প্রামাণিকরা বার্তা দেবেন মতুয়াদের প্রতি।

২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে মতুয়াদের নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়ে আসছেন বিজেপির নেতারা। এভাবেই তাঁরা মতুয়ামহলে নাগরিকত্ব ইস্যুর ফায়দা তুলেছে। ২০২১-এও রূপায়িত হয়নি সিএএ, নাগরিকত্ব পাননি মতুয়ারা। তারপরও করোনা লকডাউনের দোহাই দিয়ে ফায়দা লুটে নিয়েছে বিজেপি। বর্তমানে করোনার মহামারী আর নেই। ফলে দাবি উঠেছে নাগরিকত্বের।

এই অবস্থায় বিজেপি পড়েছে শাঁখের করাতে। পঞ্চায়েত ভোট আসছে, তার আগে নাগরিকত্ব নিয়ে সঠিক বার্তা না দিলে মতুয়া মহলের ভোট হারাতে হবে। মতুয়া ভোট আসন্ন পঞ্চায়েত ভোটের থেকেও ২০২৪-এর ভোটে বড় ফ্যাক্টর। এদিনের সমাবেশ থেকে তাই মতুয়াদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে রাখতে চাইছে সরকার।

সম্প্রতি মতুয়ারা বিজেপির প্রতি আস্থা হারিয়ে ফেলছিল। বিজেপির জনপ্রতিনিধিরাও বলতে শুরু করেছিলেন, আর তাঁগের মুখ দেখানোর জো থাকবে না। পরবর্তী নির্বাচনে মতুায়াদের কাছে তাঁরা ভোটের দাবি অন্তত করতে পারবেন না। কিন্তু ইত্যবসরে মোদী রাজ্য গুজরাত নির্বাচনের আগে সেখানে ঘুরিয়ে সিএএ লাগু করা হয়েছে। যদিও সেখানে পুরনো আইন মোতাবেক সিএএ লাগু হয়েছে।

তারপর থেকেই বাংলার বিজেপি নেতারা মনে বল পেয়েছেন। দোশের একটা জায়গায় লাগু হয়েছে মানে বাংলাতেই সিএে লাগু হবে। মতুয়ারা নাগরিকত্ব পাবেন। এই ইস্যুতেই আপাতত পঞ্চায়েত নির্বাচন উৎরাতে চাইছে বিজেপি। তাই বিজেপি মতুয়ামহলে সমাবশ করে বলতে চাইছেন, বিজেপি সিএএ করেছে। তা বাংলায় লাগু হবেই। আজ নয় কাল, সিএএ লাগু হলেই মতুয়ারা নাগরিকত্ব পাবেন। পঞ্চায়েত ভোটের আগে এইভাবে সিএএ তাস খেলেই বিজেপি ফায়দা তুলতে চাইছে।

শুভেন্দুর 'শান্তিকুঞ্জে'ই চায়ে পে চর্চা! অভিষেককে চা-পানের আমন্ত্রণ দিব্যেন্দু অধিকারীর শুভেন্দুর 'শান্তিকুঞ্জে'ই চায়ে পে চর্চা! অভিষেককে চা-পানের আমন্ত্রণ দিব্যেন্দু অধিকারীর

English summary
BJP plays CAA card before Panchayat Election for Matua vote in Thakurnagar of North 24 pargana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X