For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাত সকালে অভিষেকের কেন্দ্রে চাঞ্চল্য, উদ্ধার ডায়মন্ড হারবার থানার ASI-র দেহ উদ্ধার

সাত সকালে অভিষেকের কেন্দ্রে চাঞ্চল্য, উদ্ধার ডায়মন্ড হারবার থানার ASI-র দেহ উদ্ধার

Google Oneindia Bengali News

সাত সকালে ডায়মন্ড হারবারে উদ্ধার চাঞ্চল্য। উদ্ধার হল উদ্ধিধারী এএসআইয়র দেহ। রাস্তার উপরেই পড়েছিল ডায়মন্ড হারবার থানার এএসআই সমীর দাসের দেহ। দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। সোমবার রাতেই তিনি ছিলেন তিনি ডিউটিতে।

উদ্ধার ডায়মন্ড হারবার থানার ASI-র দেহ উদ্ধার

ডায়মন্ড হারবারের এএসআইয়ের দেহ উদ্ধার হল থানার কাছেই। ডায়মন্ড হারবার থানা থেকে ঢিল েছাঁড়া দূরত্বে পেট্রোল পাম্পের কাছে উদ্ধার হয়েছে দেহ। সরিষায় যাত্রা উৎসবে সোমবার ডিউটিতে গিয়েছিলেন তিনি। সেখানে রাত দশটায় শেষ হয়ে গিয়েছিল যাত্রা। তারপরে যাত্রা কীভাবে তিনি মারা গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। উর্দি পরা অবস্থাতেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। থানার পুলিশ ব্যারাকেই থাকতেন এএসআই সমীর দাস। ডিউটি শেষ করে হিসেব মত ফিরে আসার কথা ছিল তাঁর।

উদ্ধার ডায়মন্ড হারবার থানার ASI-র দেহ উদ্ধার

কীভাবে তিনি মারা গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ধারেই পেট্রোল পাম্পটি। সারারাত সেখানে বড় বড় গাড়ি চলাচল করে। বাস-লরির যাতায়াত েলগেই থাকে সেখানে। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে দুর্ঘটনাতেই মারা গিয়েছেন এএসআই সমীর দাস। ইতিমধ্যেই পরিবারের সকলকে খবর দেয়া হয়েছে। পুলিশ পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে। হঠাৎ করে এএসআই-র মারা যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় কোনও ভাবে খুন করা হতে পারে তাঁকে সে আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

English summary
ASI body recover from Dimond harbour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X