For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে ঘরওয়াপসির সঙ্গে সঙ্গে ঘরে-বাইরে বদলে গেলেন অর্জুন, নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি

তিন বছর পর তৃণমূলে ঘরওয়াপসি হল বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। আর তাঁর দলবদলের পরই আমূল বদল ঘটে গেল অর্জুন সিংয়ের ঘরে-বাইরে। দলবদলের আগে থেকেই শুরু হয়েছিল বদলের প্রক্রিয়া।

Google Oneindia Bengali News

তিন বছর পর তৃণমূলে ঘরওয়াপসি হল বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। আর তাঁর দলবদলের পরই আমূল বদল ঘটে গেল অর্জুন সিংয়ের ঘরে-বাইরে। দলবদলের আগে থেকেই শুরু হয়েছিল বদলের প্রক্রিয়া। দলবদল হতে না হতেই গেরুয়া পার্টির সঙ্গে পাট চুকিয়ে তিনি ফের পুরনো অর্জুন হয়ে উঠলেন।

তৃণমূলে ঘরওয়াপসির সঙ্গে সঙ্গে ঘরে-বাইরে বদলে গেলেন অর্জুন,

অভিষেক বন্যোিয়পাধ্যায়ের হাত ধরে ঘরের ছেলে ঘরে ফিরতে না ফিরতেই তাঁর ফেসবুক প্রোফাইল বদলে গিয়েছিল। বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকায় সেজে উঠেছিল অর্জুনের ঘর। ঘরের বাইরেও তৃণমূলের পতাকা দিয়ে সাজানো হয়েছিল। আর অর্জুনের ঘর সংলগ্ন বিজেপির পার্টি অফিসও ভোলবদল করেছিল মুহূর্তে।

সোশ্যাল মিডিয়ার যুগে আমূল বদলে গেল অর্জুন সিংয়ের টুইটার প্রোফাইল। টুইটার প্রোফাইলের ফোটো, কভার ফোটো বদলে অর্জুন সিং হয়ে উঠলেন আপাদমস্ত্ক তৃণমূলী। গলায় মা-মাটি-মানুষের উত্তরীয়, আর অভিষেকের হাত ধরে ঘরে ফেরার ছবি শোভা পেতে থাকে তাঁর ফেসবুক প্রোফাইলে। বিজেপির সব চিহ্ন ধুয়ে-মুছে সাফ। বলা যায় একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় বিজেপির প্রতীক। কোথাও বিজেপির চিহ্নও নেই।

অর্জুন সিংয়ের দলবদলের সঙ্গে কার্যত এলাকা থেকেও নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি। করমীরাই বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দিলেন। সরিয়ে দেওয়া হল নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডার ছবি। সেখানে শোভা পেতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। মাত্র কয়েক ঘণ্টাতেই বদলে যায় ভাটপাড়া ও জগদ্দলের চিত্র।

ভাটপাড়া পুরসভা আগেই রং বদল করেছিল। এবার সর্বত্র জয়জয়কার হয়েছিল তৃণমূলে। বারাকপুর সাংসদ এলাকার সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ভাটপাড়া বাদে বাকি ছয়টিতে একুশরে নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল। শুধু অর্জুনের ভাটপাড়ায় জিতেছিল বিজেপি। বিধায়ক হয়েছিলেন অর্জুন-পুত্র পবন সিং। সেটিও এবার তৃণমূলের হাতে আসতে চলেছে।

অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর জানিয়েই দিয়েছেন বাবা যখন তৃণমূলে, ছেলেও সেখানেই যোগ দেবে। অর্থাৎ ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের তৃণমূলে আসা স্রেফ সময়ের অপেক্ষা। তা হলে বারাকপুর সাসংদ এলাকায় সাতটি বিধানসভা কেন্দ্রই তৃণমূলের হাতে চলে আসবে। বিজেপি একপ্রকার নিশ্চিহ্নই হয়ে যাবে বারাকপুর থেকে।

উল্লেখ্য, অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার আগে থেকেই বারাকপুরজুড়ে ওয়েলকাম পোস্টারে ছেয়ে গিয়েছেন পথঘাট। রাস্তায় বিরাট বিরাট হোর্ডিং লাগানো হয়েছিল। সেখানে মমতা-অভিষেকের ছথবি দিয়ে অর্জুনে দলে ফেরানোর জন্য ধন্যবাদ জ্ঞাপনও করা হয়েছিল। একদিন আগে থেকেই অর্জুনের দলবদলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল বারাকপুরের ভাটপাড়া ও জগদ্দল এলাকায়।

English summary
Arjun Singh changes completely after joining in TMC leaving BJP and his Bhatpara also changed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X