west bengal assembly election 2021 tmc north 24 pargana south 24 pargana পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ বিজেপি politics
একনজরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা
শুক্রবারই আসন্ন নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্য জুড়েই প্রার্থী করা হয়েছে একাধিক সেলিব্রিটিকে। রয়েছে বড়সড় চমক। এমনকী কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগণাতেও প্রার্থী তালিকায় একাধিক বড়সড় রদবদল করেছেন তৃণমূল সুপ্রিম। ভাঙড়ে এবার টিকিট পাননি আরাবুল ইসলাম। যা নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ।

আরাবুলের বদলে দিদির কৃপা পেলেন মহম্মদ রেজাউল করিম
এদিকে দক্ষিণ ২৪ পরগণার ভাঙরে এবারে আরাবুলের বদলে দিদির কৃপা পেয়েছেন মহম্মদ রেজাউল করিম। অন্যদিকে উত্তর ২৪ পরগণাতেও রয়েছে একাধিক চমক। এই জেলায় বাগদাহে তৃণমূলের টিকিটে লড়ছেন পরিতোষ কুমার সাহা। বনগাঁ উত্তরে দাঁড়াচ্ছেন শ্যামল রায়। বনগাঁ দক্ষিণে আলো রানী সরকার। গাইঘাটায় নরোত্তম বিশ্বাস। স্বরূপনগরে বিনা মন্ডল।


ব্যারাকপুরে তৃণমূলের টিকিটে লড়ছেন রাজ চক্রবর্তী
অন্যদিকে হাবড়ায় লড়ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। অশোকনগরে ধিমান রায়। আমডাঙায় মুস্তাক মুর্তজা। বিজপুরে সুবোধ অধিকারী। নৈহাটি থেকে লড়চেন পার্থ ভৌমিক। ভাটপাড়ায় জিতেন্দ্র সাহু। জগদ্দলে সোমনাথ শ্যাম। নোয়াপাড়ায় মঞ্জু বসু। ব্যারাকপুরে তৃণমূলের টিকিটে লড়ছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। খড়দায় লড়ছেন কাজল সিনহা। দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য। পানাহাটিতে নির্মল ঘোষ।

কামারহাটিতে লড়ছেন হেভিওয়েট প্রার্থী মদন মিত্র
অন্যদিকে কামারহাটিতে লড়ছেন হেভিওয়েট প্রার্থী মদন মিত্র। বরানগরে তাপস রায়। দমদমে ব্রাত্য বসু। রাজারহাট নিউটাউনে তাপস চ্যাটার্জী। বিধাননগরে সুজিত বসু। রাজারহাট-গোপালপুরে বিখ্যাত গায়িকা অদিতি মুন্সী। মধ্যমগ্রামে রথীন ঘোষ। বারাসাতে চিরঞ্জিত চক্রবর্তী। দেগঙ্গায় লড়ছেন রহিমা মণ্ডল। হারোয়ায় নুরুল ইসলাম। মিনাখাঁয় উষা রানি মন্ডল। সন্দেশখালীতে সুকুমার মাহা। বসিরহাট দক্ষিণে সপ্তর্ষি ব্যানার্জি। বসিরহাট উত্তরে রফিকুল ইসলাম মন্ডল। হিঙ্গলগঞ্জে দেবেশ মন্ডল।

একনজরে দক্ষিণ ২৪ পরগণার প্রার্থী তালিকা
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় লড়ছেন জয়ন্ত নস্কর। বাসন্তীতে শ্যামল মন্ডল। কুলতলীতে গনেশ চন্দ্র মন্ডল। পাথরপ্রতিমায় সমীর কুমার জানা। কাকদ্বীপে মন্টুরাম পাখিরা। কুলপিতে হালদার। রায়দিঘিতে আলোক জলদাটা। মন্দিরবাজারে জয়দেব হালদার। জয়নগরে বিশ্বনাথ দাস। বারুইপুর পূর্বে বিভাস সর্দার। ক্যানিং পশ্চিমে পরেশ রাম দাস।

ক্যানিং-ডায়মন্ড হারবারেও রয়েছে চমক
ক্যানিং পূর্বে দাঁড়াচ্ছেন সাওকাত মোল্লা। বারুইপুর পশ্চিমে বিমান বন্দ্যোপাধ্যায়। মগরাহাট পূর্বে নমিতা সাহা। মাগরাহাট পশ্চিমে গিয়াসউদ্দিন মোল্লা। ডায়মন্ড হারবারে পান্নালাল হালদার। ফলতায় শঙ্কর কুমার নস্কর। সাতগাছিয়াতে মোহন চন্দ্র নস্কর। বিষ্ণুপুরে দিলীপ মন্ডল। সোনারপুর দক্ষিণে লাভলী মৈত্র (অভিনেত্রী)। কসবায় জাভেদ আহমেদ খান।
বাড়ছে নির্বাচনী উত্তাপ, একনজরে কলকাতায় তৃণমূল-কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা