For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাইন এমএম নিয়ে বহিরাগতরা ঢুকছে! খেলা শুরু করতে হবে, হুঁশিয়ারি মদনের

  • |
Google Oneindia Bengali News

ভোটের মুখে খেলা হবে স্লোগানে উত্তাল রাজ্য-রাজনীতি। শাসকদলের ঘর থেকেই এই বিতর্কিত খেলা হবে স্লোগানের জন্ম হলেও বাম কিংবা বিজেপির নেতাদের মুখেও এখন এই স্লোগান। যা ভোটের মুখে নয়া মাত্রা যোগ করেছে। আর এই বিতর্কের মধ্যেই ফের খেলা হবে স্লোগানে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি কামারহাটির প্রাক্তন এই বিধায়কের। যা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মদন মিত্রকে পালটা জোকার বলে কটাক্ষ অর্জুন সিংয়ের।

নাইন এমএম নিয়ে বহিরাগতরা ঢুকছে

নাইন এমএম নিয়ে বহিরাগতরা ঢুকছে

নাইন এমএম নিয়ে বহিরাগতরা ঢুকছে! ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের। আজ শনিবার একটি হাবড়ার জনসভায় যোগ দেন মদন। আর সেখান থেকে একেবারে স্বমহিমায় বিরোধীদের দিলেন কড়া হুঁশিয়ারি। তৃণমূল নেতা বলেন, 'সীমান্ত পেরিয়ে এসে বুথ দখলের চেষ্টা হবে।' আর সেক্ষেত্রে কি করতে হবে কর্মীদের সেই নিদানও দিয়ে দিয়েছেন প্রাক্তন এই মন্ত্রী। তাঁর নিদান, ভোটে বুথ দখল করতে এলে হাত-পা ভেঙে দিন। নাইন এমএম নিয়ে বহিরাগতরা ঢুকছে। অবিলম্বে খেলা শুরু করতে হবে। এমনই হুঙ্কার ছাড়েন মদন মিত্র। তবে তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভোটের আগে মদন মিত্রের বিরুদ্ধে অশান্তির পরিবেশ তৈরির অভিযোগ বিরোধীদের

জোকার বলে কটাক্ষ অর্জুন সিংয়ের

জোকার বলে কটাক্ষ অর্জুন সিংয়ের

এহেন মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের তৈরি হয়েছে। বিরোধীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের। তবে মদন মিত্রকে জোকার বলে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, যবে থেকে আমার ছেলের কাছে হেরে গিয়েছেন উনি ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। কি করবেন আর না তা বুঝতে পারছেন না। কখনও গান গাইছেন, আবার কখনও সবাইকে নাচছেন। ওনার থেকে বড় জোকার আর কেউ নেই বলেই দাবি বারাকপুরের এই বিজেপি সাংসদের। তাঁর মতে, বাংলায় এবার বিজেপি আসছেই। মানুষ এই সমস্ত কথা আর মেনে নেবে না।

ভাটপাড়ায় খেলা শুরু করে দিয়েছেন বলে তোপ মদনের

ভাটপাড়ায় খেলা শুরু করে দিয়েছেন বলে তোপ মদনের

গত কয়েকদিনে একাধিক তৃণমূল নেতার মুখে শোনা গিয়েছে খেলা হবে স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের মুখে এবার খেলা হবে। গত কয়েকদিন আগে একই ভাবে মদন মিত্রের মুখেও শোনা যায় খেলা হবে স্লোগান। মদন মিত্র বলেন, 'ভাটপাড়ায় আজ থেকেই খেলা শুরু হয়ে গেল। যদিও পালটা উত্তরে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, 'যে খেলা উনি আজ খেলছেন ভাটপাড়ার প্রত্যেক মানুষ জন্ম থেকেই সেই খেলা খেলেন।' আজ শনিবার ফের একবার খেলা হবে স্লোগানে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।

মদনের ভাইরাল হয় ভিডিও

মদনের ভাইরাল হয় ভিডিও

হাসপাতালের মধ্যে দাঁড়িয়ে মদন মিত্র চাঞ্চল্যকর অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন, এমআরআই, সিটি স্ক্যানের জন্য টাকা দিতে হচ্ছে। রোগী ভর্তি করতেও আশি হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ করেন মদন মিত্র। তিনি প্রশ্ন করেন, এই পরিস্থিতিতেও কেন ঠান্ডা ঘরে বসে অধিকর্তা মনিময় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একে বসু, মনি ছেত্রীর মতো অধিকর্তারা রাউন্ড দিতেন। অন্তত চারঘন্টা রাউন্ড দিতে হয় মন্তব্য করেছিলেন মদন মিত্র। তিনি আরও অভিযোগ করেন উনি ঘরে বসতে দেননি বলে দাঁড়িয়ে মিটিং করে গেলেন। এরপর অধিকর্তার ঘরে গিয়ে মিটিং করবেন বলে হুঁশিয়ারি দেন মদন মিত্র। এরপর তিনি জনগণের উদ্দেশে বলেন হাসপাতালে পোস্টারে ছয়লাম করে দিন, দুর্নীতিবাজ ডিরেক্টরের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় স্বাস্থ্যভবনে।

English summary
ahead of west bengal election 2021 tmc leader madan mitra threat opposition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X