For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় ভাইকে খুন করে ছ’‌বছর পর অনুশোচনায় দগ্ধ হয়ে আত্মসমর্পণ দুই ভাইয়ের

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

বড় ভাইকে খুন করে অনুশোচনার তাড়নায় ছ’‌বছর পর দুই ভাই পুলিশের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করল। পুলিশের কাছে নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর ২৪ পরগণায়।

খুনের ছবছর পর আত্মসমর্পণ দুই ভাইয়ের


২০ বছরের অপু সিল ও ৩০ বছরের তপু সিল স্বীকার করেছে যে তারা ২০১৪ সালের ডিসেম্বর মাসে তাদের বড় ভাই নীপু সিলকে খুন করে। এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, '‌আমরা দু’‌জনকে গ্রেফতার করেছি যারা দাবি করেছে যে তারা তাদের বড় ভাইকে ছ’‌বছর আগে খুন করেছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই পুলিশকে জানিয়েছে তার অনুশোচনা হচ্ছিল আর তাই তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং নিজেদের অপরাধও স্বীকার করেছে। তাদের বাড়ির উঠোন থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।

প্রাথমিক পুলিশি তদন্তের পর জানা গিয়েছে যে তিনজন ভাই উত্তর ২৪ পরগণার জগদ্দলে তাদের পৈত্রিক বাড়িতে থাকত। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন বড় ভাই নীপু ও আর দুই ভাই বেকার ছিল। স্থানীয় বাসিন্দা মানিক দেব বলেন, '‌পরিবারে নীপু একা উপার্জনকারী হয়েও পৈত্রিক সম্পত্তি নিয়ে তিন ভাইয়ের মধ্যে প্রায়শই ঝামেলা হত। একদিন আমরা দেখলাম তারা বাড়ি ছেড়ে চলে গেল। অপু একবার এসে বাড়ি পরিস্কার করে চলে যেত এবং প্রতিবেশীদের বলেছিল যে তারা সকলে দিল্লি, পুনে ও গোয়াতে থাকছে।’‌ পুলিশকে অপু জানিয়েছে যে ২০১৪ সালের ডিসেম্বরে সে এবং তপু মিলে তাদের বড় ভাইকে খুন করে তাদের বাড়ির উঠোনে পুতে দেয়।

প্রাথমিকভাবে প্রতিবেশীরা জানিয়েছেন যে পুলশ হয়ত অপুকে মানসিক ভারসাম্যহীন ভাবছে কারণ ছ’‌বছর আগে করা অপরাধের স্বীকারোক্তি কেন সে করছে। যদিও পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছে যে তারাও নীপুকে বহু বছর দেখেনি। পুলিশ অপুকে ঘটনাস্থলে নিয়ে যায় এবং দেহ উদ্ধার করে উঠোন খুঁড়ে। পুলিশ জানিয়েছে, তারা দুই ভাইকে তাদের হেফাজতে নিয়ে জেরা করবে।

English summary
6 years ago, two of his brothers murdered a man for property, today surrendered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X