For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘দিদিকে বলো’র ধাঁচে ‘এক ডাকে অভিষেক’-এ ব্যাপক সাড়া, আরও বড় টার্গেট তৃণমূলের

‘দিদিকে বলো’র ধাঁচে নিজের সাংসদ এলাকায় ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি নেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি নিয়ে পর্যালোচনা বৈঠক করে আপ্লত হলেন।

  • |
Google Oneindia Bengali News

'দিদিকে বলো'র ধাঁচে নিজের সাংসদ এলাকায় 'এক ডাকে অভিষেক' কর্মসূচি নেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি নিয়ে পর্যালোচনা বৈঠক করে আপ্লত হলেন। যেমন সাড়া তিনি পেয়েছেন, তাতে তিনি আশাবাদী ফের একটা রেকর্ড হতে শুরু করেছে। এখন আর শুধু নিজের সংসদ ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, অন্য জেলা থেকেও সাড়া পাচ্ছেন অভিষেক।

‘দিদিকে বলো’র ধাঁচে ‘এক ডাকে অভিষেক’-এ ব্যাপক সাড়া

মঙ্গলবার পর্যালোচনা বৈঠকে অভিষেক বলেন, এক ডাকে অভিষেক ৫ মাস হচ্ছে। তাতেই বিভিন্ন জেলায় তা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ৪ লক্ষের বেশি ফোন পেয়েছি। ডায়মন্ড হারবার নিয়ে কাজ শুরু করি, তারপরে জলপাইগুড়িতেও এই নম্বর বলি। সেখান থেকে যোগাযোগ করা হয়েছে। ভালো সাড়া মিলেছে। ৪ লক্ষ মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তা নিয়েই আমরা পর্যালোচনা বৈঠক করছি। কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কীভাবে তাঁদের সমস্যার সমাধান করা যায়, তা আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি। বিধায়ক ও অন্যান্য জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আশু সমাধানের চেষ্টা করছি।

অভিষেক বলেন, আমরা এক একটা কেস ধরে ধরে আমাদের সামর্থ ও এক্তিয়ারের রয়েছে সমস্যা মেটানোর চেষ্টা করেছি। আমরা ৫০ থেকে ৬০ শতাংশ ঠিক করতে পেরেছি। এই কাজের সাফল্যকে ১০০ শতাংশ করতে হবে। তবেই আমরা মনে করব আমরা সফল। আমাদের বিশ্বাস আমরা তা পারব। তার জন্য সমস্ত নেতা, জনপ্রতিনিধি ও কর্মীদের এক যোগে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এক মাসে আমরা তিনবার রিভিউ মিটিং করব। শুধু এই এলাকা নয়, ব্লকভিত্তিক মিটিং করা হবে। মাসে ৩ বার করে বসার অর্থ ১০ দিন অন্তর রিভিউ মিটিং করতে হবে। যাতে কোনওরকম অভিযোগ মানুষের না থাকে, আর অভিযোগ এলেই তা চটজলদি সমধান করতে হবে। যে কোনও মানুষ সমস্যার কথা বলতে পারেন। ফোন করতে পারেন নির্ধারিত নম্বরে।

অভিষেক বলেন, ১৫ ডিসেম্বর আবার মিটিং হবে। আমরা মিলিত হয়ে পর্যালোচনা করব। পঞ্চায়েত ভোটের আগে এদিনের পর্যালোচনা বৈঠকে তিনি পানীয় জল নিয়ে প্রতিশ্রুতি দেন। বলেন, এখানে জলের প্রজেক্ট চলছে। সবার বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, ডিসেম্বরে একটা সাইট ভিজিট যাব। রাস্তা হাসপাতাল নিয়ে কাজ চলছে বলে জানান তিনি। আর বলেন, বজবজে যানজট মুক্ত করার কাজ হচ্ছে। ডিসেম্বরে উদ্বোধন। আমতলা বাস স্ট্যান্ড নিয়েএ কাজ হয়ে গেছে। দ্রুত শেষ করতে পারব।

নিয়োগ দুর্নীতির তদন্তে কেন গ্রেফতার নন দিলীপ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ অভিষেকের নিয়োগ দুর্নীতির তদন্তে কেন গ্রেফতার নন দিলীপ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

English summary
Abhishek Banerjee gives big target through campaign of ‘Ek dake Abhishek’ before Panchayat Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X