For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধ্বংসী আগুন শ্যামনগরে ব্যাটারি কারখানায়, ডানলপের বহুতলেও অগ্নিকাণ্ডে আতঙ্ক

বিধ্বংসী আগুন শ্যামনগরে ব্যাটারি কারখানায়, শ্রমিকদের আটকে পড়ার সম্ভাবনা

  • |
Google Oneindia Bengali News

শ্যামনগরে ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন লাগল। কারখানার ভিতরে কয়েকজন শ্রমিকের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দুপুরে ওই কারখানায় আগুন লাগে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের দুটি ইঞ্জিন প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। এদিন উত্তর ২৪ পরগনারই ডানলপে এক বহুতলে আগুন লাগে। সেখানে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

বিধ্বংসী আগুন শ্যামনগরে ব্যাটারি কারখানায়, শ্রমিকদের আটকে পড়ার সম্ভাবনা

একই দিনে উত্তর ২৪ পরগনা জেলা জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ডানলপের বহুতলে, তারপরে শ্যামনগরের ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন বরানগর ডানলপ মোড়ে এক বেসরকারি ব্যাংকে হঠাৎই আগুন লাগে। আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। পার্শ্ববর্তী এলাকায় বহু দোকানপাট রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

যখন ডানলপের আগুন নেভাতে ব্যস্ত দমকল, তখনই খবর আসে শ্যামনগরের একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের। আগুন লাগার পর মুহূর্তে তা গ্রাস করে গোটা কারখানায়। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল সেখানে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল এসে ওই আগুন অ্যারেস্ত করার চেষ্টা করছে। যাতে আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে, তার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।

সেইসঙ্গে কারখানার ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছেন কি না, তা নিশ্চিত করে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। শ্রমিকরাই প্রথম লক্ষ্য করেন আগুনের ফুলকি। তারপর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই অবস্থায় সবাই বেরিয়ে আসতে পেরেছে কি না সন্দেহ রয়েছে অনেকের মনে।

কী কারণে এই আগুন লাগল তা জানার চেষ্টা চালানো হচ্ছে। সেইসঙ্গে কারখানায় অগ্নিনির্বাপক কোনও ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখবে দমকল ও পুলিশ। আগুন নেভানোকেই অগ্রাধিকার দিয়ে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে শ্যামনগরের ব্যাটারি কারখানার বয়লার থেকে আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। পার্শ্ববর্তী কারখানার অন্যান্য শাখা রয়েছে। কারখানার সেইসব অংশে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তার চেষ্টা চালানো হচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক গ্রাস করেছে। তবে আগুনেপর লেলিহান শিখা যাতে কারখানার বাইরে না আসে, যাতে আগুন করাখানার বয়লারের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, সেই কাজ নিরন্তর প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন কর্মীরা।

আজ চেন্নাইয়ে মুখোমুখী মমতা-স্ট্যালিন, বৈঠকে ২০২৪-লক্ষ্যে কোন পরিকল্পনায় শান দেবেন দুই নেতাআজ চেন্নাইয়ে মুখোমুখী মমতা-স্ট্যালিন, বৈঠকে ২০২৪-লক্ষ্যে কোন পরিকল্পনায় শান দেবেন দুই নেতা

English summary
A devastating fire broke out in a battery factory of Shyamnagar in North 24 Pargana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X