For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মা দুর্গার ১০ হাতের কোন অস্ত্র কে দেন? আসুন জেনে নিই তাদের তাৎপর্য

মা দুর্গার ১০ হাতের কোন অস্ত্র কে দেন? আসুন জেনে নিই তাদের তাৎপর্য

Google Oneindia Bengali News

হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে নবরাত্রি অন্যতম। মা দুর্গার ন'‌টি রূপকে পুজো করা হয় ন'‌দিন ধরে এবং এই নবরাত্রি উদযাপন হয় গোটা দেশজুড়ে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মা দুর্গা সব দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেবী। মা দুর্গার দশভুজে দশ রকমের অস্ত্র এবং এই অস্ত্রের মাধ্যমেই মা দুর্গা তাঁর ভক্তদের অসুরের হাত থেকে রক্ষা করে চলেছে যুগ যুগান্তর ধরে। এই বছর নবরাত্রি শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে ৪ অক্টোবরে। আসুন জেনে নেওয়া যাক মা দুর্গার দশহাতের অস্ত্রগুলির অর্থ আসলে কী।

ত্রিশূল

ত্রিশূল

কথিত আছে যে স্বয়ং মহাদেব মা দুর্গাকে ত্রিশূল প্রদান করেছিলেন। কথিত আছে, ত্রিশূলের তিনটি ফলার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। মানুষ তিনটি গুণ, সত্য, তমঃ, রজঃ-এর প্রতীক ত্রিশূলের তিন ফলা। এই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেন তিনি।

সুদর্শন চক্র

সুদর্শন চক্র

দেবীর হাতে বিভিন্ন অস্ত্রের সঙ্গে শোভা পায় সুদর্শন চক্র। শ্রী বিষ্ণু মহিষাসুরকে বধ করার জন্য নিজের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে দুর্গাকে দান করেন। মায়ের হাতের এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক। দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ ,সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন দেবী।

পদ্মফুল

পদ্মফুল

দশভূজা দেবীর হাতে ব্রহ্মা তুলে দেন পদ্ম। এটি জ্ঞানকে প্রতিনিধিত্ব করে। অর্ধ প্রস্ফুটিত পদ্ম মানুষের মনে আধ্যাত্মিক চেতনার উত্থানের প্রতীক।

তীর–ধনুক

তীর–ধনুক

বনদেব ও সূর্যদেব দেবী দুর্গাকে শক্তির উৎস হিসাবে তীর ধনুক প্রদান করেন। ধনুক সম্ভাব্য শক্তির প্রতিনিধিত্ব করে এবং তীরটি গতিশক্তির প্রতিনিধিত্ব করে। মা দুর্গা যে মহাবিশ্বের সমস্ত শক্তির উৎসকে নিয়ন্ত্রণ করে এটা তারও প্রতীক।

তলোয়ার

তলোয়ার

ভগবান গণেশ মা দুর্গাকে তলোয়ার দেন। যা জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক। বুদ্ধির ধারের প্রতীক এই তলোয়ার। এই ধার দিয়েই যাতে সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে বিনাশ করা যায়, সেই বার্তাই বহন করেন মা দুর্গার হাতের খড়্গ বা তলোয়ার।ভগবান গণেশ মা দুর্গাকে তলোয়ার দেন। যা জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক। বুদ্ধির ধারের প্রতীক এই তলোয়ার। এই ধার দিয়েই যাতে সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে বিনাশ করা যায়, সেই বার্তাই বহন করেন মা দুর্গার হাতের খড়্গ বা তলোয়ার।

বর্জ্র

বর্জ্র

দেবীর হাতে বজ্র তুলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। নিজের বজ্রের থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা মহামায়াকে দেন তিনি। মা দুর্গার হাতের অশনি দৃঢ়তা এবং সংহতির প্রতীক। এই দুই গুণের মাধ্যমেই জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন মানুষ।

বর্শা

বর্শা

শুভতার প্রতীক এই বর্শা যা দেবী দুর্গাকে দেন অগ্নিদেব। এটি জ্বলন্ত শক্তিকে প্রতিনিধিত্ব করে। এটি সঠিক এবং ভুল কাজের মধ্যে পার্থক্য বোঝায়।

সাপ

সাপ

শেষনাগ দেবী দুর্গাকে দিয়েছিলেন নাগপাশ ৷ শুদ্ধ চেতনার প্রতীক হল এই সাপ।

কুঠার

কুঠার

ভগবান বিশ্বকর্মা মা দূর্গাকে একটি কুঠার ও বর্ম প্রদান করেছেন। এটি মন্দের সঙ্গে লড়াই করার এবং যে কোনও পরিস্থিতিতে থেকে ভীত না হওয়ার প্রতীক।

গদা

গদা

যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন দিয়েছিলেন গদা ৷ যা কালদণ্ড নামেও পরিচিত। এই অস্ত্র আনুগত্য, ভালবাসা এবং ভক্তির প্রতীক। সেই সঙ্গে শক্তিরও প্রতীক। দশভূজার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল গদা।

এমনই কৃপা, মৃন্ময়ী মায়ের আরাধনায় ফুলে ফেঁপে ওঠে এই পরিবারের ইটের ব্যাবসাএমনই কৃপা, মৃন্ময়ী মায়ের আরাধনায় ফুলে ফেঁপে ওঠে এই পরিবারের ইটের ব্যাবসা

English summary
who gives Maa Durga 10 weapon? know the significance of every weapon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X