For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল পঞ্চমুখ নিজের হাতে গড়া অভিষেককে নিয়ে, রাজনীতিতে কীভাবে বদলে যায় অবস্থান

একটা সময় ছিল, যখন মুকুল রায় ক্রমেই তৃণমূলে পিছনের সারিতে চলে যেতে শুরু করেছিলেন। একইভাবে সামনের সারিতে চলে এসেঠছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

একটা সময় ছিল, যখন মুকুল রায় ক্রমেই তৃণমূলে পিছনের সারিতে চলে যেতে শুরু করেছিলেন। একইভাবে সামনের সারিতে চলে এসেঠছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা সময় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের আসনে মুকুল রায়কে সরিয়ে অধিষ্ঠান হয় অভিষেকের। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন সেই অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মুকুল রায়।

অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরেছেন মুকুল

অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরেছেন মুকুল

কিন্তু কেন হঠাৎ অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুকুল রায়? এই অভিষেকের হাত ধরেই তিনি চার বছর পর ফিরে এসেছেন নিজের হাতে গড়া দল তৃণমূলে। মমতার তৃণমূল তো একাধারে তাঁরও ছিল। কারণ নিজের হাতে পুরো দলের সংগঠনটা গড়েছিলেন তিনি। সেই তিনি তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে। সেখানে চার বছরের মধুচন্দ্রিমা শেষ করে ফের তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়।

পরিকল্পনা করেই বেলাগাম কথা বলছেন মুকুল?

পরিকল্পনা করেই বেলাগাম কথা বলছেন মুকুল?

মুকুল রায় তৃণমূলে ফিরে এসেছেন বিজেপির বিধায়ক হয়ে। সম্প্রতি তৃণমূল নেতা তথা বিজেপির বিধায়ক মুকুল রায় দু-দলকেই এক বলে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন তিনি কখনই যোগ দেননি তৃণমূলে। তা নিয়ে বিতর্কে বাধার সঙ্গে সঙ্গে তাঁর মস্তিষ্কবিকার নিয়েও উঠেছে প্রশ্ন। আবার রাজনৈতিক মহলে জোর চর্চা, তিনি কি পরিকল্পনা করেই এমন বেলাগাম কথা বলছেন?

বিধায়ক ও পিএসি চেয়ারম্যানের পদ বিতর্কে মুকুল

বিধায়ক ও পিএসি চেয়ারম্যানের পদ বিতর্কে মুকুল

বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে তৃণমূলে যোগ দেওয়া এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়া নিয়ে মামলা হয়েছে বিধানসভা ও হাইকোর্টে। তাঁর বিধায়ক পদ ও পিএসি চেয়ারম্যানের পদ খারিজের আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার কারণেই কি মুকুল রায় পরিকল্পিত মন্তব্য করেছিলেন?

অভিষেকের প্রশংসায় মাতলেন মুকুল রায়

অভিষেকের প্রশংসায় মাতলেন মুকুল রায়

সেই জল্পনা জিইয়ে রেখেই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় মাতলেন মুকুল রায়। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতিতে আগামী দু-মাসের জন্য যাবতীয় মিটিং-মিছিল নির্বাচন স্থগিত রাখার পক্ষে সওয়াল করেন অভিষেক। যাবতীয় বিধিনিষেধের উপর জোর দেন। তাঁর এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে মুকুল রায় বলেন, অভিষেকের এই সিদ্ধান্তই বলে দিচ্ছে কত পরিণত হয়ে উঠেছে সে।

নিজের হাতে গড়া রাজনীতিকের উত্থানে মুকুল রায়

নিজের হাতে গড়া রাজনীতিকের উত্থানে মুকুল রায়

মুকুল রায়ের হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেককে গড়েপিটে নিতে মুকুল রায়কেই দায়িত্ব দিয়েছিলেন। তারপর অভিষেক স্বল্প সময়েই পরিণত হয়ে উঠে মুকুল রায়ের আসন নিয়ে নেন তৃণমূলে। সাময়িকভাবে সেই সমীকরণ মুকুল রায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না হলেও, এটা তাঁর কাছে গর্বেরও। কারণ তাঁর হাতে গড়া রাজনীতিকের এই উত্থান তাঁকে উচ্চাসনে বসিয়েছে আরও।

টুইটে অভিষেককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মুকুল

করোনা আবহে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল রাজনৈতিক মহলে প্রশংসিত হয়েছে। শুধু নিজের দলেই নয়, বিরোধী দল ও প্রশংসা করেছে অভিষেকের। চিকিৎসক মহলেও প্রশংসিত অভিষেক। মুকুল রায়ও তাঁর চিন্তা-ভাবনাকে সাধুবাদ জানিয়ে একটি টুইট করেছেন। টুইটে তিনি অভিষেককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন

মুকুলের টুইটে যা লেখা ছিল

মুকুলের টুইটে যা লেখা ছিল

মুকুল রায় লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর নির্দেশিকা প্রয়োগ করে এলাকার মানুষদের যেভাবে যত্ন নিচ্ছেন তা দেখে আমি খুশি। জনগণকে সাহায্য করার জন্য তার প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রশংসনীয়। সোমবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ হন।

মুকুল অভিষেকের প্রশংসায় মুখরিত হলেন

মুকুল অভিষেকের প্রশংসায় মুখরিত হলেন

উল্লেখ্য, মুকুল রায় চার বছর বাদে ফিরে এসেছেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের উত্তরীয় গলায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেছিলেন। মুকুলের পাশাপাশি তাঁর ছেড়ে শুভ্রাংশু রায়ও অভিষেকের হাত ধরে যোগ দিয়েছিলেন তৃণমূলে। এদিন মুকুল অভিষেকের প্রশংসায় মুখরিত হলেন।

English summary
Mukul Roy praises Abbhishek Banerjee after change their stand in Bengal politics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X