For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ডাক্তারের জীবন যুদ্ধের কাহিনী, পরমব্রত অভিনীত ‘‌ডক্টর বক্সী’‌ কবে মুক্তি পাবে জানুন

Google Oneindia Bengali News

‌চিকিৎসকদের পেশা নিয়ে বরাবরই নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যেটার অধিকাংশ নেতিবাচক। কখনও কোনও রোগীর মৃত্যু অথবা চিকিৎসকদের বিদেশ ভ্রমণ এইসব নিয়ে একাধিকবার নানানভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছে ডাক্তারদের। চিকিৎসা যে এখন শুধুই ব্যবসা হয়ে দাঁড়িয়েছে তা এখন সাধারণ মানুষ বুঝেই গিয়েছে। কিন্তু তিনি এরকমটি একেববারেই নন, তাঁর কাছে রোগীর জীবন রক্ষাই মূলমন্ত্র। জীবন রক্ষার প্রতিশ্রুতি বিরূপ শ্রেণীর বিরুদ্ধেই লড়াইয়ের কথা বলে 'ডক্টর বক্সী'। আর এই ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এ বছরের সরস্বতী পুজোর দিনই এই সিনেমার প্রথম লুকে ধরা দেন অভিনেতা এবার সামনে এল ছবি মুক্তির দিন।

পরমব্রত অভিনীত ‘‌ডক্টর বক্সী’‌ কবে মুক্তি পাবে জানুন

পরিচালক সপ্তাশ্ব বসুর '‌ডক্টর বক্সী'‌ সিনেমাটি মুক্তি পাচ্ছে এই বছরের ৪ নভেম্বর। ছবির টিজার ইতিমধ্যেই প্রকাশ করা হয়ে গিয়েছে। টিজারেই শুরুতেই শোনা গিয়েছিল অভিনেতার কণ্ঠে গীতা প্রবতন। কাম, ক্রোধ, লোভের কথা উল্লেখ করে ডক্টর বক্সী মনে করিয়ে দিলেন যে, ষড়রিপুর কথা গীতায় লেখা থাকলেও বাস্তবে মানুষ এর সারমর্ম বোঝেনি। সিনেমার এই নয়া ঝলকের মধ্য দিয়েই অভিনেতার চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন পরিচালক সপ্তাশ্ব বসু।

প্রসঙ্গত, গতবছর সেপ্টেম্বর মাসেই 'ডক্টর বক্সী'র ঘোষণা করেছিলেন পরমব্রত-সপ্তাশ্ব। এই সিনেমায় পরমব্রতর পাশাপাশি দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বনি সেনগুপ্ত ও মাহি করকে। জানা গিয়েছে, এক ট্রাভেল ব্লগারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। তবে রহস্য-রোমাঞ্চে ঠাসা গল্পের বুনোট। অন্যদিকে, 'ডক্টর বক্সী' ছবির সুবাদেই প্রথমবার নেতিবাচক চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। এক জেল ফেরত আসামীর ভূমিকায় রয়েছেন তিনি। 'জতুগৃহ'র পর 'ডক্টর বক্সী'তে আবারও সপ্তাশ্বর সঙ্গে জুটি বাঁধলেন বনি। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসএমভি স্টুডিও ও রোল ক্যামেরা অ্যাকশন। সবকিছু মিলিয়ে এখন অপেক্ষা শুধুই সিনেমা হলে এই ছবি আসার।

English summary
Know when the next Bengali film 'Doctor Bakshi' will be released
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X