বিজেপিতে তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা যশ! নুসরতের অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে
বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তৃণমুূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানের ঘনিষ্ঠ বন্ধু যশ। সূত্রের খবর আজই বিজেপিতে যোগ দেবেন যশ। তাঁর সঙ্গে টালিগঞ্জের বেশ কয়েকজন অভিনেতাও বিজেপিতে যোগ দিেত চলেছেন বলে সূত্রের খবর। কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত থেকেই যশ বিজেপির পতাকা হাতে তুলে নেবেন বলে জানা গিয়েছে। এদিকে গত কয়েকদিন ধরেই যশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে খবরের শিরোনামে রয়েছেন নুসরত জাহান।

বিজেপিতে অভিনেতা যশ
বিজেপিতে যোগ দিচ্ছেন টালিগঞ্জের অভিনেতা যশ দাশগুপ্ত। সূত্রের খবর আজই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। মুকুল রায় ও কৈলাশবিজয়বর্গীয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। তাঁর সঙ্গে বেশ কয়েকজন টালিগঞ্জের অভিনেতা বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে। রুদ্রনীল বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কার্যত দুটো ভাগ হয়ে গিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।

নুসরতেন ঘনিষ্ঠ বন্ধু যশ
তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরত জাহানের ঘনিষ্ঠ বন্ধু যশ। অভিনেতার সঙ্গে নুসরতের ঘোরাফেরা নিয়ে খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বামী নিখিল জৈনকে ছেড়ে নাকি যশের সঙ্গেই এখন বেশি ঘুরছেন নুসরত। যশের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতার খবর এখন পেজ থ্রির লাইমলাইটে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যশের বিজেপিতে যোগ দানের সিদ্ধান্তের পরেই তৃণমূল সাংসদ নুসরত জাহানের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজেপিতে রুদ্রনীল
কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার্টার্ড বিমানে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। তারপর থেকে রুদ্রনীল তৃণমূল পন্থী শিল্পীদের বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছেন। রুদ্রনীলের বিজেপিতে যোগদানের পর টালিগঞ্জ এক প্রকার দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। তৃণমূলপন্থী এক শিবির আরেক শিবির বিজেপি পন্থী হয়ে গিয়েছে।

রুদ্রনীলকে বয়কটের ডাক
অভিনেতা রুদ্রনীল বিজেপিতে যোগ দেওয়ার পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে রুদ্রনীলকে বয়কট করার ডাক দিয়েছেন সোহম চক্রবর্তী। তিনি অভিযোগ করেছেন তৃণমূলের কাছ থেকে সব সুবিধা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল। কাজেই তাঁকে বয়কট করা উচিত টালিগঞ্জের শিল্পীদের।