(ছবি) সলমন, শাহরুখ বা সানি লিওনির জীবনের এই অসাধ্য সাধনগুলি কি হবে?
আবার 'মিশন ইম্পসিবল' সিরিজ নিয়ে আসছেন হলিউডের সুপারস্টার টম ক্রুজ। 'মিশন ইম্পসিবল' অর্থাৎ যে কাজ অসম্ভব।
(ছবি) ফোটোশপের ফাঁদে যে সব বলিউড অভিনেত্রীরা !
এমআই ৫-এ টম ক্রুজ ফের অসাধ্য সাধন করতে পারবেন কী পারবেন না সে তো সময় বলবে। কিন্তু বলিউডের এমন বেশ কয়েকজন প্রথম সারির তারকা রয়েছেন যাদের জীবনের কিছু স্বপ্ন বা ইচ্ছা আছে, যা আদৌ কখনও পূরণ হবে কি না তা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।
(ছবি) বলিউডের সেরা ১৫ কুরুচিপূর্ণ অশ্লীল গান!
কী সেই সাধগুলো আসুন দেখে নেওয়া যাক চট করে। তারপর আপনারাই বিচার করুন অসাধ্য সাধন কী হবে সলমন, শাহরুখ, সানি লিওনির জীবনে...!

সলমন খানের বিয়ে
সলমনের সাত পাকে বাঁধা পড়া কি আর এজন্মে দেখা যাবে? কত পাত্রী এল কত গেল। কত এখনও হত্যে দিয়ে পড়ে রয়েছেন। তবুও পাত্র সলমনের যে মনই গলছে না। পঞ্চাশ তো হল, আর কত?

রাজশ্রী ফিল্মের ব্যানারে সানি লিওনির অভিনয়
রাজশ্রী ফিল্ম, এক কথায় ঘোর সংস্কারি প্রোডাকশন হাউস। ম্যায়নে প্যায়ার কিয়া, হাম আপকে হ্যায় কউন, হাম সাথ সাথ হ্যায়-র মতো আদর্শ যৌথ পরিবারে সংস্কারি চরিত্রই মুখ্য আধার যাদের ছবিতে, সেখানে হট সানির জায়গা পাওয়া যেন মাটিতে দাঁড়িয়ে ৩০ ফুট উঁচু গাছের সবচেয়ে উপরের ডাল থেকে আম পাড়ার মতো।

ধূমপান ছেড়ে অন্তত ৮ ঘন্টার ঘুম শাহরুখের
ছাড়ব ছাড়ব করছি, তবু ছাড়তে পারছি না- এমনই অবস্থা শাহরুখ খানের। বলিউডের কিং খান যে ধূমপানে আসক্ত তা কারো অজানা নেই। মাঝে মধ্যেই শোনা যায় না শাহরুখ ধূমপান ছেড়ে দিয়েছেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই ফের দেখা যায় শাহরুখের মুখে ধোঁয়া। আর ঘুম। কখন তিনি ঘুমোন বলা মুশকিল। সব চিন্তা ঝেড়ে কাজ ও পরিবারকে সময় দেওয়ার মাঝে কখনও কী নিজের ৮ ঘন্টা ঘুমের সময় বের করতে পারবেন এই সুপারঅ্যাকটিভ খান?

ফ্যাশন স্টেটমেন্টের বদলে অভিনয়ের জন্য প্রশংসা পাবেন সোনম কাপুর
বলিউডের অন্যতম সেরা ফ্যাশন আইকন সোনম এই নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু প্রশংসা তিনি নিজের ফ্যাশন সেন্সের জন্য কুড়োন তা কি কোনওদিন নিজের অভিনয়ের জন্য নিতে পারবেন অনিল কন্যা।

একার দমে হিট রণবীর কাপুর
দীপিকা বা ক্যাটরিনা ছাড়া শুধুমাত্র নিজের জোরে কোনও ছবি কী হিট করাতে পারবেন রণবীর?

অনুষ্কার 'বিরাট' প্রশ্ন
কোনও সাংবাদিক সম্মেলনে কি বিরাট কোহলির বিষয়ে কোনও প্রশ্নের সম্মুখীন না হয়ে রেহাই পাবেন?

ঋষি কাপুরের টুইট
ঋষি কাপুর কোনও টুইট করবেন আর তা ঘিরে কোনও বিতর্ক হবে না, তাও কি সম্ভব?

আমিরের কান্না
আজকাল প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ছেন আমির খান। হয়তো বয়স হচ্ছে বলেই। তাই তো যে কোনও অনুষ্ঠানে গিয়েই আজকাল কেঁদে ফেলছেন মিস্টার পারফেকশনিস্ট। আগামী দিনেও কোনও অনুষ্ঠানে কি না কেঁদে ফিরে আসতে পারবেন আমির?

ককঙ্গনা রানাউতের বন্ধু পাতানো
কঙ্গনার যে হারে বিটাউনে শত্রুর সংখ্যা বাড়তে তার ২০ শতাংশও বন্ধুর সংখ্যা বাড়ছে না। এই হারে চললে অদূর ভবিষ্যতেও কী কাউকে বন্ধু বানাতে পারবেন কঙ্গনা।

অজয় দেবগণের নাচ
অ্যাকশন হল, রোমান্স হল, কমেডিটাও বেশ ভালই হল। কিন্তু নাচানাচি যে কিছুতেই হচ্ছে না। আমরা কথা বলছি বলিউডের সিংহম অজয় দেবগণের বিষয়ে। আদৌকি নাচটা রপ্ত করতে পারবেন অজয়?