For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরানের হিজাব বিরোধী আন্দোলনে সামিল মেয়েদের পাশে উর্বশী, কেটে ফেললেন চুল

Google Oneindia Bengali News

মাসা আমিনীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ইরান। হিজাব বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। অনেক তারকারাও এই ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছেন। কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়া এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। এবার মাসার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করলেন ঊর্বশী রাউতেলা। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ট্রোলিংয়ের শিকার হিসাবে বিবেচিত করার পর এবং নিজেকে মাসা আমিনির পরিস্থিতির সঙ্গে তুলনা করার পর উর্বর্শী রাউতেলা ইরানী মহিলাদের সমর্থন করার জন্য নিজের চুল কাটার সিদ্ধান্ত নিলেন। প্রসঙ্গত, ইরান জুড়ে হিজাব কাণ্ডে ধৃত মাহসা আমিনীর পুলিশ হেফাজতে মৃত্যুকে ঘিরে যে সব মহিলারা প্রতিবাদ জানাচ্ছেন তাঁদের মেরে ফেলা হচ্ছে, উর্বশী তাঁদের পাশে দাঁড়ানোর জন্য নিজের চুল কাটেন।

ইরানের হিজাব বিরোধী আন্দোলনে সামিল মেয়েদের পাশে উর্বশী

সোমবার উর্বশী তাঁর ইনস্টাগ্রামে একটি ফটো শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে তিনি চুল কাটছেন। এই ছবির সঙ্গে উর্বশী একটি মেসেজও লিখেছেন, '‌চুল কেটে ফেললাম! ইরানের মহিলাদের সমর্থনে এই পদক্ষেপ গ্রহণ করেছি।'‌ তিনি আরও লিখেছেন, '‌ইরানের নীতি পুলিশের হাতে গ্রেফতার মাসা আমিনীর মৃত্যুর পর প্রতিবাদে সামিল হয়ে যে সব ইরানি মহিলাদের মৃত্যু হয়েছে এবং সমস্ত মেয়েদের জন্য আমার এই পদক্ষেপ। উত্তরাখণ্ডের ১৯ বছরের অঙ্কিতা ভাণ্ডারির দেখানো পথে হাঁটলাম।'‌

উর্বশী আরও সংযোজন করেন, '‌ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গোটা বিশ্বের মহিলারা তাঁদের চুল কেটে ফেলছেন। সেই সব মহিলাদের শ্রদ্ধা জানাই। নারী বিপ্লবের জন্য একটি বৈশ্বিক প্রতীক। মহিলাদের সৌন্দর্যের প্রতীক তাঁদের চুল। তাঁরা কীভাবে পোশাক পরবে, কীভাবে আচরণ করবে বা বাঁচবে তা সমাজ স্থির করে দেবে না, সমাজ নারীকে কোন সাজে সুন্দর মনে করছে, তাতে আজকাল কিছু আসে যায় না। সেই বার্তাই দিচ্ছেন মহিলারা।'‌ উর্বশী এরপর শেষ করেন এটা বলে, '‌একবার মহিলারা একত্রিত হয়ে গেলে এবং একজন মহিলার সমস্যাকে সমগ্র নারীজাতির সমস্যা হিসাবে দেখলে নারীবাদের নতুন দিগন্ত দেখা যাবে।'

প্রসঙ্গত, ইরানের তেহরানে মাসা আমিনি নামের এক ২২ বছরের যুবতীকে হিজাব ছাড়া রাস্তায় বেরনোর কারণে ইরানের পুলিশ তাঁকে গ্রেফতার করে ও তাঁকে মারধর করার অভিযোগ ওঠে। যার ফলে ওই তরুণীর মৃত্যু হয়। সোশাল মিডিয়া মারফত এই ঘটনার খবর পেয়ে ফুঁসে ওঠেন ইরানি মহিলারা। পথে নামার ডাক দেওয়া হয়। এরপরেই শুরু হয় হিজাববিরোধী আন্দোলন। হিজাব খুলে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন ইরানের মেয়েরা। কিছুদিন আগে আন্দোলনকারীদের রুখতে আচমকা পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ৯০ জনের বেশি মানুষ মারা গিয়েছে বলে খবর। যদিও ইরান সরকার এ নিয়ে মুখ খুলতে নারাজ।‌

শার্লিন চোপড়া–মন্দানা করিমির পর সাজিদ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভোজপুরি অভিনেত্রীরশার্লিন চোপড়া–মন্দানা করিমির পর সাজিদ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভোজপুরি অভিনেত্রীর

English summary
‌Bollywood actress Urvashi Rautela stood by Iranian women in hizab protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X