For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীদের আচমকা মৃত্যু হতবাক করেছে সকলকে

Google Oneindia Bengali News

‌সোমবার সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রাক্তন বিগ বস প্রতিযোগী সোনালী ফোগত। গোয়াতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাঁর কর্মীরা হাসপাতালে নিয়ে যায় এরপর সেখানেই মৃত্যু হয় তাঁর। এর আগেও বিগ বসের বেশ কিছু প্রাক্তন প্রতিযোগীদের মৃত্যু দর্শকদের অবাক করেছে, আসুন জেনে নেওয়া যাক।

সোনালী ফোগত

সোনালী ফোগত

সোমবার সকালে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিজেপি নেত্রী তথা বিগ বসের প্রাক্তন প্রতিযোগী সোনালী ফোগত। তিনি টিকটক ভিডিও করেও জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি বিগ বস ১৪-তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে বাড়িতে প্রবেশ করেছিলেন। তাঁর মৃত্যুতে টেলিভিশন জগত শোকস্তব্ধ।

সিদ্ধার্থ শুক্লা

সিদ্ধার্থ শুক্লা

এটা এখনও বিশ্বাস করা কঠিন যে সিদ্ধার্থ শুক্লা আর আমাদের মধ্যে নেই। গত বছরের সেপ্টেম্বরে জনপ্রিয় এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যু সংবাদ সকলকে হতচিত করেছিল। সলমন খান থেকে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট সকলেই শোকস্তব্ধ ছিলেন।

প্রত্যুষা বন্দোপাধ্যায়

প্রত্যুষা বন্দোপাধ্যায়

বালিকা বধূতে প্রধান চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন প্রত্যুষা। তিনি বিগ বস ৭-এ প্রতিযোগী হিসাবে আসেন কিন্তু ৬৩তম দিনে এলিমিনেট হয়ে যান। ২০১৬ সালে মাত্র ২৪ বছর বয়সে প্রত্যুষা আত্মহত্যা করেন।

স্বামী ওম

স্বামী ওম

বিগ বস ১০-এর সবচেয়ে বিতর্কিত সেলেব প্রতিযোগী ছিলেন স্বামী ওম। ৬৩ বছর বয়সে তিনি প্রয়াত হন গত বছর।

জেড গোডি

জেড গোডি

বিগ ব্রাদার ৫-এ অংশ নেওয়ার পর বিগ বস ২-তেও প্রতিযোগী হিসাবে আসেন জেড গোডি। কিন্তু তাঁর জরায়ুর ক্যান্সার ধরা পড়ায় তাঁকে পাঁচদিনের মাথায় বিগ বস ছাড়তে হয়। ২০০৯ সালে মাত্র ২৭ বছর বয়সে তিনি মারা যান।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন বিগ বস প্রতিযোগী ও বিজেপি নেত্রী সোনালী ফোগাট হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন বিগ বস প্রতিযোগী ও বিজেপি নেত্রী সোনালী ফোগাট

English summary
The sudden death of several former Bigg Boss contestants has surprised everyone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X