For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারোগেসির মাধ্যমে যম‌জ সন্তানকে স্বাগত নয়নতারা–ভিগনেশের, খোঁজ–খবর নিচ্ছে তামিলনাড়ু সরকার

Google Oneindia Bengali News

বিয়ের চারমাসের মাথায় দক্ষিণী তারকা দম্পতি নয়নতারা ও ভিগনেশ শিবনের জীবনে এসেছে দারুণ সুখবর। যমজ সন্তানের অভিভাবক হয়েছেন তাঁরা রবিবারই পরিচালক ভিগনেশ সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন সকলকে। তবে এর সঙ্গে ভিগনেশ এও জানান যে সারোগেসির মাধ্যমে তাঁরা এই সন্তানদের পৃথিবীতে এনেছে। আর এই বিষয়টি সামনে আসার পরই চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে। একাধিক আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে ভারতে জানুয়ারি থেকে সারোগেসি অবৈধ হিসাবে চিহ্নিত হয়েছে, ব্যতিক্রম কেস ছাড়া সারোগেসি করা যাবে না। সম্প্রতি তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রী এমএ সুব্রহ্মণ্যম সম্প্রতি জানিয়েছেন যে এই তারকা দম্পতির কাছে এই বিষয়ে রাজ্য সরকার ব্যাখা চাইবে।

সারোগেসির মাধ্যমে যম‌জ সন্তানকে স্বাগত নয়নতারা–ভিগনেশের

যদিও তারকা দম্পতি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তবে তাঁরা দাবী করেছেন যে এই সন্তান তাঁরা সারোগেসির মাধ্যমে পেয়েছেন। এটা প্রথমবার নয় যে কোনও তারকা সারোগেসীর মাধ্যমে সন্তান নিয়েছেন, করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস সহ একাধিক বলিউড তারকারা সারোগেসিকে বেছে নিয়েছেন তাঁদের জীবনে সন্তান সুখ নিয়ে আসার জন্য। তবে মনে করা হচ্ছে যেহেতু এই বছরের জানুয়ারিতে সারোগেসি বেআইনি করা হয়েছে, তাই নয়নতারা এবং ভিগনেশকে সমস্যায় পড়তে হবে না কারণ দম্পতি ২০২১ সালের ডিসেম্বরের আগে সারোগেসি পদ্ধতি শুরু করেছিলেন, যখন বাণিজ্যিক সারোগেসির অনুমতি দেওয়া হয়েছিল। সারেগেসি (নিয়ম)‌ আইন, ২০২১ ডিসেম্বর ২০২১ সালে পাস হয় এবং ২০২২ সালের ২৫ জানুয়ারি থেকে তা কার্যকর হয়। এটি বাণিজয়িক সারোগেসি নিষিদ্ধ করেছে, তবে কল্যাণকর সারোগেসিতে অনুমতি রয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে শুধুমাত্র একজন দম্পতি যাদের একটি '‌মেডিকেল ত্রুটির জন্য গর্ভকালীন সারোগেসি প্রয়োজন'‌ আছে, শুধুমাত্র একজন ভারতীয় মহিলা যিনি ৩৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে একজন বিধবা বা বিবাহ বিচ্ছেদ করেছেন তারাই সারোগেসি বেছে নিতে পারেন।

নয়নতারা ও ভিগনেশ বহু বছর ডেট করার পর অবশেষে এ বছরের জুন মাসে মহাবলিপুরমে বিয়ে করেন। দেশজুড়ে একাধিক তারকাদের তাঁদের বিয়েতে দেখা গিয়েছিল। কাজের ক্ষেত্রে নয়নতারা খুব শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে। অ্যাটলির জওয়ানে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। ‌

অতীতের ব্যর্থতাই অমিতাভ বচ্চনকে আজকের মেগাস্টার তৈরি করেছে!‌ জানুন তাঁর কেরিয়ারের সফরনামাঅতীতের ব্যর্থতাই অমিতাভ বচ্চনকে আজকের মেগাস্টার তৈরি করেছে!‌ জানুন তাঁর কেরিয়ারের সফরনামা

English summary
Tamil Nadu govt investigating after Nayanthara-Vignesh welcomes twins through surrogacy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X