For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্নিভালে মুখ্যমন্ত্রীর থেকে চকোলেট নেওয়া নিয়ে ট্রোল!‌ মোক্ষম জবাব ছুঁড়ে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

Google Oneindia Bengali News

শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখে বিস্মিত হয়েছিলেন সকলে। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হিসাবেই এতদিন পরিচিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা। এমনকী এতদিন যাবৎ সরকারের কোনও অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। তাই আচমকা স্বস্তিকা রেড রোডের কার্নিভালে উপস্থিত হওয়ায় সোশ্যাল মিডিয়ার একাংশ ভূত দেখার মতোই চমকে ওঠেন। শুধু তাই নয়, স্বস্তিকাকে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করতে, পালটা স্বস্তিকাকে মিষ্টি মুখ করাতে চকোলেট হাতে গুঁজে দেন মুখ্যমন্ত্রী। আর এই চকোলেট দেওয়া-নেওয়া পালার ছবি পোস্ট হতেই রে রে করে ওঠেন নেটিজেনরা। ব্যাপকভাবে ট্রোলড হতে হয় স্বস্তিকাকে।

কার্নিভালে গিয়ে ট্রোল স্বস্তিকা

তবে চুপ করে বসে থাকার মেয়ে নন স্বস্তিকা। তিনিও পাল্টা জবাব ছুঁড়ে দেন ট্রোলারদের মুখে। রবিবার রাতে স্বস্তিকা তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখে বলেন, '‌আমি একটা ক্লাবের সাথে কার্নিভালে গেছিলাম, এই প্রথমবার। ৯৫ টার ও বেশি ক্লাব যেখানে যোগদান করেছে, সেই সমস্ত প্যান্ডেলে হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে গেছেন, সেই সমস্ত ক্লাব আমাদের রাজ্যের। কালকেও উপচে পরা ভীড় ছিল। রাজ্যের কি খারাপ অবস্থা সেটা ভেবে কেউ বাড়িতে বসে পুজো বয়কট করেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার'‌। এরপর স্বস্তিকা রীতিমতো গলার সুর চড়িয়ে বলেন, '‌কলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়। আমরা একটা সভ্য দেশে বাস করি, বর্বর নই। কাল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও একই ভাবে নমস্কার করব কারণ সেটাই ঠিক। মাননীয়া মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্বকে আমি শ্রদ্ধা করি। তার মানে রাজনৈতিক মতবিরোধিতার সঙ্গে আপোষ করা নয়। যেটা অন্যায় তা নিয়ে নিশ্চই বলব কিন্তু পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আমায় জিহাদ ঘোষনা করতেই হবে নাহলেই আমার মেরুদন্ড ধ্বসে পরবে এমন কোনো দাসখত আমি লিখিনি। আর আমার ধ্যান ধারণা বিবেক বিচার আপনাদের কথায় ওঠা নামা করে না।'‌

এই পোস্টের মাধ্যমে স্বস্তিকা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আগামী দিনেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে ঠিক এভাবেই আচরণ করবেন। তাঁর এই আচরণের সঙ্গে রাজনৈতিক মতবিরোধের কোনও যোগাযোগ নেই। প্রসঙ্গত, শনিবার এক বড় ক্লাবের পুজোর হয়ে কার্নিভালে গিয়েছিলেন স্বস্তিকা। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়া সহ কার্নিভালের একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখেন, '‌অনেক বছর পর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল গতকাল কার্নিভালে। কী দারুণ একটা ইভেন্টের আয়োজন করেছিলেন তিনি। খুব ভালো কাজ করেছে কলকাতা পুলিশও। আমি সবসময়ই প্রশংসা করে এসেছি দিদির লড়াকু ক্ষমতা আর মনোবলের। ওঁকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চকোলেট উপহার পেলাম। ধন্যবাদ রাজ ছবিগুলি তুলে দেওয়ার জন্য, এগুলো ভীষণ মিষ্টি। দক্ষিণপাড়ার পুজো উৎসব কমিটির সঙ্গে ওখানে থাকাটা খুব মজাদার হল। আসছে বছর আবার হবে।'

আসলে বরাবরই স্বস্তিকা শাসক দল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। একাধিক বিষয় নিয়ে অভিনেত্রীকে এর আগেও মুখ খুলতে দেখা গিয়েছিল। তাই স্বস্তিকার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতাকে এক ফ্রেমে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। তবে মোক্ষম জবাবও পেয়ে গিয়েছেন অভিনেত্রীর থেকে।

বিগ বসে রাখা চলবে না সাজিদ খানকে!‌ কেন্দ্রকে চিঠি লিখে দাবী জানালেন মহিলা কমিশনারবিগ বসে রাখা চলবে না সাজিদ খানকে!‌ কেন্দ্রকে চিঠি লিখে দাবী জানালেন মহিলা কমিশনার

English summary
Swastika Mukherjee was trolled, the actress gave an appropriate response
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X