For Quick Alerts
For Daily Alerts
অনাড়ম্বরেই বিয়ে সারলেন সৃজিত, রিসেপশন মার্চে
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বিয়ে করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অবশেষে সত্যি হল জল্পনা। শুক্রবার সন্ধ্যেয় দক্ষিণ কলকাতার ফ্ল্যাটেই বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলাকে বিয়ে করেন সৃজিত। রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তাঁদের। কোনও রকম আড়ম্বর ছিল না।

আমন্ত্রিত ছিলেন রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজাত সহ সৃজিতের কিছু ঘনিষ্ঠ বন্ধুরা। ছিলেন সৃজিত ও মিথিলার পরিবারের লোকেরাও। বিয়ের আগে কখনও মিথিলার কথা প্রকাশ্যে আনেনি পরিচালক সৃজিত। শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রামে মিথিলার কথা জানান পরিচালক।
মিথিলাও এই সম্পর্ক নিয়ে একেবারেই চুপচাপ ছিলেন।
চারহাত এক হতেই ছড়িয়ে পড়ে খবর। শেয়ার হতে থাকে সৃিজত মিথিলার বিয়ের ছবি। শোনা গিয়েছে মার্চ মাসে বড় করে রিসেপশন দেবেন তাঁরা।