For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনালী ফোগতের মৃত্যুতে ক্রমশঃ ঘনাচ্ছে রহস্য, চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের

Google Oneindia Bengali News

সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিজেপি নেত্রী ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী সোনালী ফোগত। তাঁর রহস্যজনক মৃত্যুর জেরে গোয়া পুলিশ খুনের ঘটনার অভিযোগ দায়ের করল। ফোগতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গোয়া পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় এফআইআর দায়ের করে।

সোনালী ফোগতের মৃত্যুতে ক্রমশঃ ঘনাচ্ছে রহস্য

সোনালী ফোগতের হাসপাতালে মৃত্যুর পর তাঁর ময়নাতদন্ত করা হয়। রিপোর্টে জানা যায় যে সোনালী ফোগতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোনালী ফোগতের পরিবারের অনুমতি পাওয়ার পরই ময়নাতদন্ত করা হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ফোগতের ভাইপো মণিন্দর ফোগত এ প্রসঙ্গে বলেন, '‌আমরা এখন ময়নাতদন্তের জন্য আমাদের সম্মতি দিয়েছি। আমরা পুলিশকে সম্মতি দিয়েছি কারণ আমাদের আইনজীবী এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন যে ৭২ ঘন্টা পরে, শরীর আরও গলতে শুরু করবে।'‌ চিকিৎসকদের প্যানেল এই ময়নাতদন্তে সহায়তা করেছে এবং এটার ভিডিওগ্রাফিও করা হয়েছে। প্রসঙ্গত, পরিবারের পক্ষ থেকে অভিযোগ তাঁর ম্যানেজার সুধীর সাংওয়ান ও বন্ধু সুখিন্দর মিলে ধর্ষণ করে হত্যা করেছে তাঁকে। অভিযোগ, মৃত্যুর আগে নাকি সোনালী নাকি পরিবারকে জানিয়েছিলেন সুধীর নাকি তাঁর খাবারে মাদক দ্রব্য মিশিয়েছেন। ইতিমধ্যেই তাঁর ভাই রিঙ্কু গোয়ায় অঞ্জুনা থানায় অভিযোগও দায়ের করেছেন, দিদির মৃত্যু স্বাভাবিক এমনটা মোটেও মনে করছেন না তিনি।

গত ২৩ অগাস্ট সোনালী ফোগত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বোন এই মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, '‌খাবার খাওয়ার পর সোনালী অস্বস্তি অনুভব করেন।'‌ এরপর অঞ্জুনা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেন। ২৩ অগাস্ট রাত ৯টায় হাসপাতালে মৃত্যু হয় সোনালী ফোগতের।

অগাস্টে মঙ্গলের গোচর এই রাশিদের জী‌বন মঙ্গলময় করে তুলবেঅগাস্টে মঙ্গলের গোচর এই রাশিদের জী‌বন মঙ্গলময় করে তুলবে

English summary
A case of murder has been filed in Goa over the death of former Bigg Boss contestant Sonali Phogat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X