For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

না ফেরার দেশে চলে যাওয়ার প্রথম বছর, আজও সকলের মনে রয়েছেন সিদ্ধার্থ শুক্লা

Google Oneindia Bengali News

গত বছর ২ সেপ্টেম্বর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণের খবর পেয়ে আচমকাই গোটা দেশ শোকস্তব্ধ হয়ে পড়ে। টেলিভিশনের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও নেমে আসে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা। পিছনে ফেলে যান মা রিতা শুক্লা ও দুই বোনকে। সিদ্ধার্থের অভিনয় ও তাঁর চার্মিংনেস সকলের মন জয় করে নিয়েছিলেন। তিনি ব্যক্তিগত জীবনেও দারুণ এক মানুষ ছিলেন। আজ তাঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে আসুন জেনে নিই তাঁর কেরিয়ারের সফর।

কেরিয়ার শুরু মডেলিং দিয়ে

সিদ্ধার্থ কলেজ জীবন থেকেই মডেলিংয়ে নাম লিখিয়েছিলেন। সিদ্ধার্থ তুরস্কতে হওয়া ওয়ার্ল্ড'‌স বেস্ট মডেল খেতাব জেতেন ভারতের হয়ে। ৪০ জন প্রতিযোগীকে হারিয়ে সিদ্ধার্থের এই খেতাব জেতার পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নামী ব্র‌্যান্ডের বিজ্ঞাপনের পরিচিত মুখ হয়ে উঠলেন সিদ্ধার্থ। বিনোদন জগতে সিদ্ধার্থ জনপ্রিয় নাম হয়ে উঠল।

জনপ্রিয়তা পান বালিকা বধূ থেকে

সিদ্ধার্থ তাঁর ছোটপর্দায় সফর শুরু করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক '‌বাবুল কা অঙ্গন ছুটে না'‌, কিন্তু তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন '‌বালিকা বধূ'‌ শিব হিসাবে। বলিউডেও কাজ করেছেন অভিনেতা। হাম্পটি শর্মা কি দুলহানিয়া সিনেমায় অভিনয়ের জন্য সেরা ডেবুট হিসাবে পুরস্কার পান সিদ্ধার্থ। এই সিনেমায় তিনি আলিয়া ভাট, বরুণ ধাওয়ানের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন।

একাধিক রিয়্যালিটি শোতে অংশ নেন

সিদ্ধার্থ শুক্লা অ্যাডভেঞ্চারস রিয়্যালিটি শো ফিয়ার ফ্যাক্টর, ২০২৬ সালে খতরো কে খিলাড়ি ৬-এ যোগ দেন, যেখানে অর্ঝন কাপুর সঞ্চালকের ভূমিকায় ছিলেন। সেই সিজনে জয়লাভ করেন সিদ্ধার্থ। এরপর সিদ্ধার্থ ভারতী সিংয়ের সঙ্গে রিয়্যালিটি শো ইন্ডিয়া গট ট্যালেন্ট-এ সঞ্চালনাও করেন। তবে সিদ্ধার্থের জীবনের মোড় ঘুরিয়ে দেয় বিগ বস ১৩। এই সিজনে বাড়িতে একমাত্র সিদ্ধার্থই প্রকৃতভাবে খেলেন এবং বাড়ির সকলের সঙ্গে পক্ষপাত না করে গেম খেলার চ্যালেঞ্জ নেন। সঞ্চালক সলমন খান পর্যন্ত সিদ্ধার্থের প্রশংসা করতেন বারংবার। এই সিজনেই সিদ্ধার্থের সঙ্গে শেহনাজ গিলের পরিচয় হয় এবং তাঁদের মিষ্টি রসায়ন সকলের মন ছুঁয়ে যায়। ওই সিজনে সিদ্ধার্থ বিগ বস জেতেন। এই রিয়্যালিটি শোয়ের পর সিদ্ধার্থ একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেন। বিগ বস ১৪-এও তিনি অতিথি হয়ে এসেছিলেন। সিদ্ধার্থকে শেষবারের মতো ডানস রিয়্যালিটি শো ডান্স দিওয়ানে-তে দেখা যায়

রশ্মী দেশাইয়ের সঙ্গে ডেটিংয়ের গুজব

শোনা যায়, '‌দিল সে দিল তক'‌ সিরিয়াল চলাকালীন সিদ্ধার্থের সঙ্গে ডেট করতে শুরু করেছিলেন টেলি অভিনেত্রী রশ্মি দেশাই। কিন্তু পরে সেই সম্পর্ক ভেঙে যায় এবং বিগ বস ১৩-তে এই দুই প্রতিযোগীর মধ্যে তিক্ত লড়াই দেখতে পায় দর্শকরা। পরে সিদ্ধার্থ শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে আসেন।

সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু

গত বছরের ২ সেপ্টেম্বর সকলকে হতবাক করে দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লার। তাঁর পরিবাররে পাশাপাশি গোটা দেশ এই খবর শুনে স্তব্ধ হয়ে যায়। অভিনেতার মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন শেহনাজ গিল। তিনি বেশ কিছুদিন বিনোদন জগত থেকে বিরতি নেন। পরে সিদ্ধার্থের স্মৃতিতে তিনি অভিনেতাকে উৎসর্গ করে গানও গান, যা বেশ জনপ্রিয় হয়েছিল। আজও ভক্তদের মনে সিদ্ধার্থের হাসিমুখ সর্বদা গেঁথে রয়েছে যা ভোলার নয়।

দুই বিতর্ক যখন একজায়গায়!‌ বিগ বসের বাড়িতে যেতে পারেন টলিউডের এই অভিনেত্রীদুই বিতর্ক যখন একজায়গায়!‌ বিগ বসের বাড়িতে যেতে পারেন টলিউডের এই অভিনেত্রী

English summary
Remembering tele actor Siddharth Shukla on his first death anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X