প্রসেনজিতের পর রোজভ্যালি মামলায় ঋতুপর্ণারও নাম জড়াল ! কেন ইডির তলব টলিউড অভিনেত্রীকে
রোজভ্যালি কাণ্ডে এবার নাম জড়াল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। ইডির তরফে তলব করা হয়েছে টলিউড অভিনেত্রীকে। আগামী সপ্তাহেই তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে, ঋতুপর্ণাকে রোজভ্যালির টাকা সংক্রান্ত এক মামলার জেরেই এই তলব।

সূত্রের দাবি, কম দামের সিনেমা বেশি দামে রোজভ্যালির কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে টলিউডের এই নামী অভিনেত্রীর বিরুদ্ধে। সিনেমা বেচা কেনার বিষয়ে ঋতুপর্ণা মধ্যস্থতার কাজ করতেন বলে খবর। অভিযোগ রয়েছে , রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে ব্ল্যাকমেল করে এই কম দামের ফিল্ম বেশি দামে বিক্রি করেছেন ঋতুপর্ণা। ইডির তরফের তদন্তকারীরা সংশোধনাগারে গিয়ে গৌতম কুণ্ডুর সঙ্গে কথা বলার পরই এমন তথ্য জানতে পেরেছেন বলে জানা যাচ্ছে।
সিনেমা কেনাবেচা ছাড়াও ঋতুপর্ণার বিরুদ্ধে রোজভ্যালির টাকায় বিদেশভ্রমণের প্রসঙ্গও উঠে আসছে। এই বিদেশভ্রমণের খরচ প্রসঙ্গেও ইডি অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও তলব করেছে ইডি। আগামী ১৯ জুলাই ইডির দফতরে টলিউড মেগাস্টারকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থা।