For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে 'উরি' বলছে কোন নেপথ্য কাহিনি! কেমন হল ভিকি কৌশলের ছবি

২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ছাউনিতে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের নাশকতার ঘটনা কার্যত আঘাত করেছিল দেশের গরিমাকে। সেই সময় ভারতীয় সেনা জওয়ানদের পরিবারের শোকে সামিল হয়েছিল গোটা দেশ।

  • |
Google Oneindia Bengali News

Rating:
2.5/5
Star Cast: পরেশ রাওয়াল, ভিকি কৌশল, রজিত কাপুর
Director: আদিত্য ধর

২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ছাউনিতে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের নাশকতার ঘটনা কার্যত আঘাত করেছিল দেশের গরিমাকে। সেই সময় ভারতীয় সেনা জওয়ানদের পরিবারের শোকে সামিল হয়েছিল গোটা দেশ। পাকিস্তানের কাপুরুষোচিত হামলায় গর্জে উঠে ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। ঘটনার জবাব দিয়েছিল ভারত.. যে জবাবের নাম 'সার্জিক্যাল স্ট্রাইক'। গুঁড়িয়ে গিয়েছিল রাক অধিকৃত কাশ্মীরে আশ্রিত জঙ্গিঘাঁটি। কিন্তু সহকর্মীদের মৃত্যু শোক সামলে ফের একবার লড়াইয়ের ময়দানে নামা কী এতটাই সহজ ছিল ভারতীয় সেনার পক্ষে? কী ঘটেছিল সেই সময়? উত্তর দিচ্ছে ভিকি কৌশল অভিনীত ছবি 'উরি'।

চিত্রনাট্য

চিত্রনাট্য

বিভিন্ন খণ্ড খণ্ড ছবি .. যা জুড়ে ফেললেই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনার নেপথ্যের কাহিনিকে ধরে ফেলা সম্ভব। ছবির মুখ্য চরিত্র মেজর বিহান সিং শেরগিল (ভিকি কৌশল)। ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক অপরেশনের অন্যতম স্তম্ভ বিহান। মায়ের কঠিন অসুস্থতার জন্য যিনি সীমান্ত ছেড়ে রাজধানীতে বদলি নিয়ে ফিরে আসেন। এমন সময় খবর আসে, বিহানের আত্মীয় করণ যিনি একজন সেনা জওয়ানও, তিনি উরিতে পাক জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন। এরপর গল্প মোড় নিতে থাকে চাঞ্চল্যকর দিকে। শুরু হয় আবেগ আর লড়াইয়ের অসামান্য টানাপোড়েন।

পরিচালনা

পরিচালনা

আদিত্য ধর পরিচালিত 'উরি' ছবিতে যে সার্জিক্যাল স্ট্রাইকের নেপথ্যের কাহিনি নিয়ে বেশ গবেষণা রয়েছে তা বলাই বাহুল্য।তবে ভারত ও পাকিস্তানের 'সার্জিক্যাল স্ট্রাইক' এর ভিন্ন সংজ্ঞা এই ছবিতে কোথাও মিশিয়ে দিয়েছেন পরিচালক। ছবির পরতে পরতে জাতীয়তাবোধ নিজের সাবলীল ধারায় ছড়িয়ে পড়েছে পরিচালকের গল্প বলার ধরনে।

 অভিনয়

অভিনয়

ফের একবার নিজের দক্ষতা প্রমাণ করলেন ভিকি কৌশল। 'রমন রাঘব ২.০' হোক বা ওয়েব সিরিজ 'লাস্ট স্টোরি' কিংবা 'মাসান' এর মতো হৃদয়স্পর্শী ফিল্ম, .. ভিকি কৌশল বারবার প্রমাণ করেছেন তাঁর দক্ষতা। সংলাপ বলার ধরন থেকে চেহারায় পরিবর্তন আনা, 'উরি' ছবি নিয়ে এক চুল জমিও ছাড়েননি ভিকি। অন্যদিকে , পরেশ রাওয়াল জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের চরিত্রে কার্যত মন জয় করে নিয়েছেন। ছবিতে ইয়ামী গৌতমের চরিত্রটি আকর্ষণীয় হলেও,তা সেভাবে মন ছুঁয়ে যেতে পারেনি।

 সবশেষে..

সবশেষে..

এই কাহিনিতে একটি মাত্রই চরিত্র রয়েছে.. উরি। উরিকে ঘিরে দানা বেঁধেছে কয়েকজন মানুষের চাওয়া-পাওয়া, আবেগ ,লড়াইয়ের কাহিনি। যে কাহিনি বলে দিয়েছে 'ভারত এবার জবাব দেবে', আর তা কীভাবে দেবে তার কিছুটা ইঙ্গিত উঠে এসেছে সার্জিক্যাল স্ট্রাইকের মত অভিযানের মাধ্যমে।

English summary
Uri movie review: Vicky Kaushal leads an efficient but unimpressive attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X