For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উমা' র বোধনে বৃষ্টি-ভিজল চোখ থেকে মন! গল্প বলার ধরনে মন কাড়লেন সৃজিত

বৃষ্টির বিকেলের 'মন কেমন' যেরকম হয় , 'উমা' ছবিটি ঘিরে মুগ্ধতার পরিমাণ তেমনই। একদিকে একটি বাস্তব ঘটনা, আরেকদিকে তাতে বাঙালিয়ানার মোড়ক।

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টির বিকেলের 'মন কেমন' যেরকম হয় , 'উমা' ছবিটি ঘিরে মুগ্ধতার পরিমাণ তেমনই। একদিকে একটি বাস্তব ঘটনা, আরেকদিকে তাতে বাঙালিয়ানার মোড়ক। সংলাপ থেকে গল্প বলার ধরনে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রমাণ করলেন তিনি তাঁর ঘরানার আভিজাত্য ক্ষুন্ন হতে দেবেন না । মাল্টি স্টারকাস্ট, চোখধাঁধানো দৃশ্যের মাঝেও ভীষণভাবে মন কাড়ল অস্ফুটে বলা ইভান লিভারসেজের ঘটনা। যে ইভান বহু বছর আগে মারণ টিউমারে আক্রান্ত হয়ে ৭ বছর বয়সেই মারা যায়। যার শেষ ইচ্ছে সত্যি করতে সময়ের আগেই কানাডার এক জায়গায় পালিত হয় 'ক্রিস্টমাস'। এই ঘটনাই ধরা পড়েছে কলকাতার প্রেক্ষাপটে।

গল্প

গল্প

মৃত্যুশয্যায় এক ছোট্ট মেয়ে উমা (সারা সেনগুপ্ত)। বাবা (যীশু সেনগুপ্ত)র সাথে সে সুদূর বিদেশে থাকে। কারণ কর্মসূত্রে তাঁর বাবা বিদেশেই প্রতিষ্ঠিত। উমার ক্যানসার ধরা পড়ার পর থেকেই ,তার আড়ালে প্রতিদিনই চোখের জন ফেলেন তার বাবা। এমনই একদিনে উমা জানায় তার একবার দূর্গাপুজো দেখতে ইচ্ছে করছে। কিন্তু শিশুমন বুঝতে পারেনি নিয়ম অনুযায়ী বছরে একবারই আসেন 'মা দূর্গা'! কিন্তু আর একটা বছরও সময় নেই উমার কাছে। ক্রমশ ক্যানসার তাকে গ্রাম করছে। এমনই এক সময়ে উমার ডাকে আবার মা দুর্গার 'অকাল বোধন'-এর উদ্যোগ নেন তার বাবা। উমারা আসেন কলকাতায়। কিন্তু শেষ পর্যন্ত কি এই অসাধ্য সাধন হয়? স্ক্রিনের উমা কি ফিরে পায় তার হারানো হাসি? উত্তর দিয়েছেন সৃজিত।

[আরও পড়ুন:মস্তি করতে মেয়েরাও কোনও অংশে কম যান না! করিনা, সোনমের 'বীরে দি ওয়েডিং' আর কী বার্তা দিল][আরও পড়ুন:মস্তি করতে মেয়েরাও কোনও অংশে কম যান না! করিনা, সোনমের 'বীরে দি ওয়েডিং' আর কী বার্তা দিল]

পরিচালনা

পরিচালনা

একটা বাস্তবের গল্পকে স্ক্রিনে ধরে তার সঙ্গে আবেগকে ধরে রাখা নেহাতই সহজ নয়। তবে যে ছবিতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালক সেখানে তা সম্ভব! ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনাতে এই ছবি স্টারকাস্ট থেকে চিত্রনাট্য, সংলাপ কোনও কিছুই যেন কাউকে ছাপিয়ে যেতে না পারে, সেদিকে নজর রেখেছেন পরিচালক।

[আরও পড়ুন:ভাই-বোনের লড়াই! সোনমের ফিল্মকে কি টক্কর দিতে পারবে হর্ষের 'ভবেশ জোশি',কেমন হল অনিলপুত্রের ছবি][আরও পড়ুন:ভাই-বোনের লড়াই! সোনমের ফিল্মকে কি টক্কর দিতে পারবে হর্ষের 'ভবেশ জোশি',কেমন হল অনিলপুত্রের ছবি]

অভিনয়

অভিনয়

একের পর এক ছবিতে নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন যীশু সেনগুপ্ত। এই ছবির তিনি অন্যতম সম্পদ। যীশুকন্যা নবাগতা সারাও দর্শকের মন ছুঁয়ে গিয়েছেন। পের একবার নিজের মতো করে চরিত্রকে গুছিয়েছেন রুদ্রনীল। অঞ্জন দত্ত থেকে বাবুল সুপ্রিয়, অনির্বাণ ভট্টাচার্য প্রত্যেকে এই ছবিতে অসামান্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

সঙ্গীত

সঙ্গীত

ছবির সঙ্গীত পরিচালক অনুপম রায়। তাঁর পরিচালনায় 'আলস্য','জাগো উমা' গানগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ছবির গানে ইতিমধ্যেই মাতোয়ারা বাঙালির সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি।

সবশেষে

সবশেষে

'জাগো উমা'! উমার শক্তিতে অবদমিত হয় সমস্ত বাধা.. জাগে স্পর্ধা.. জাগে স্পন্দন...। যে স্পন্দনে লেগে থাকে, উলুধ্বনি ,শাঁখের আওয়াজ আর ঢাকের বোল। আর সেই স্পর্ধা-স্পন্দনকে সঙ্গে নিয়েই শুরু হয় নতুন উদ্য়মে অসাধ্যকে সাধন করার উদ্যোগ। আরও একটা বছরের জন্য শুরু হয় বাঙালির পথ চলার লড়াই। সেই ভাবনাকেই ফুটিয়ে তুলেছেন 'উমা' ছবির সৃজিত।

English summary
Uma Movie Review in Bengali, Jishu starrer , Srijit's directorial film hits theaters today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X