For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঠগস অফ হিন্দোস্তান' কি দর্শক-মনও চুরি করতে পারল! আমির-অমিতাভের 'দিওয়ালি ধমাকা' কতটা সফল

যশরাজ ব্যানারের প্রোডাকশন, আমির ,অমিতাভের মতো সুপারস্টার, দিওয়ালির মরশুম, ...সব মিলিয়ে পিচ কার্যত তৈরিই ছিল, ইপেক্ষা ছিল ওভার বাউন্ডারির!

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.0/5
Star Cast: অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ
Director: বিজয় কৃষ্ণ আচারিয়া

যশরাজ ব্যানারের প্রোডাকশন, আমির ,অমিতাভের মতো সুপারস্টার, দিওয়ালির মরশুম, ...সব মিলিয়ে পিচ কার্যত তৈরিই ছিল, ইপেক্ষা ছিল ওভার বাউন্ডারির! তবে, সেই বহু প্রতিক্ষিত ওভার বাউন্ডারি কি শেষমেশ মেরে উঠতে পারলেন আমির! একরাশ উত্তেজনা, অপেক্ষা, উন্মাদনা ঘিরে আজ মুক্তি পেল আমির-অমিতাভ জুটির ছবি 'ঠগস অফ হিন্দোস্তান'। বিজয় কৃষ্ণ আচারিয়া পরিচালিত এই ছবি প্রথম দিনেই ৫০ কোটি টাকার ব্যবসা করবে বলে দাবি ফিল্ম ট্রেড বিশেষজ্ঞদের। ক্রিস্টমাস ছেড়ে দিওয়ালির মরশুমে এবার আমিরের এই ছবি সত্যিই সেই রেকর্ড ছুঁতে পারে কি না , সেদিকে তাকিয়ে বলিউড।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

গল্পের দুই মূল চরিত্র আজাদ আর ফিরঙ্গি। নাম প্রতিকী হলেও, মূল লড়াই এই দুই অস্বিত্বের। ছবির প্রেক্ষাপট ব্রিটিশ আমল। যেসময়ে ক্লাইভ লয়েড রাজা মির্জার (রনিত রায়) সাম্রাজ্য দখল করে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন রাজকুমারী জাফিরা (ফতিমা সানা শেখ)। ঘটনাক্রমে জাফিরার সঙ্গে হাত মেলান 'ঠগী' খুদাবক্স আজাদ (অমিতাভ বচ্চন)। এগোতে থাকে গল্প.. জাফিরা আর খুদাবক্সের লড়াই চলতে থাকে ইংরেজদের বিরুদ্ধে। এমন সময় ইংরেজরা যুদ্ধবিদ্যায় মুন্সিয়ানা নিয়ে আসে। তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে থাকে লড়াকু ফিরঙ্গি (আমির খান)কে।আর এই ফিরঙ্গির চরিত্র ঘিরেই ছবিতে ধরা দেয় বিভিন্ন রঙ। গল্প বদলাতে থাকে নিজের ধারা।

পরিচালনা

পরিচালনা

'পাইরেটস অফ ক্যারিবিয়ান' এর সঙ্গে 'ঠগস' এর তুলনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খানিকটা পাইরেটস-দের ধাঁচের ঠগীদের এই ছবিতে তুলে ধরা হলেও, ভারতীয় প্রাক স্বাধীনতা প্রেক্ষাপটে তা ভীষণই বেমানন ঠেকেছে। অ্যাডভেঞ্চার ব, অ্যকাশনের মিশেল দেখাতে গিয়েও অনেক ক্ষেত্রেই একঘেয়েমি তুলে ধরেছে ছবি। গল্পের বুনোট অনেক জায়গায় আলগা হওয়াপ পাশাপাশি মাঝেমধ্যেই সুরাইয়া (ক্যাটরিনা)র ডান্স নম্বর অত্যন্ত অতিনাটকীয় হয়ে উঠেছে। বিশেষত বলিউডের নব্বইয়ের দশকের নাচের স্টেপে ক্যাটরিনা সাবলীল হলেও দর্শক মন ছুঁয়ে যাওয়া কঠিন !

অভিনয়

অভিনয়

চলচ্চিত্র প্রেমীদের অনেকেরই বছরভর অপেক্ষা থাকে আমিরি ব্লকবাস্টারের জন্য।সেই সূত্র ধরে 'ঠগস অফ হিন্দোস্তান' ঘিরে উত্তেজনার পারদ চড়ছিলই। ছবি জুড়ে যদিও আমিরের উপস্থিতিই প্রকট হয়েছে! সেদিক থেকে গুরুগম্ভীর সংলাপ ছাড়া সেভাবে ছবিতে অমিতাভকে পাওয়া যায়নি। আবারও নিজের দক্ষতা প্রমাণ করেছেন 'দঙ্গল' গার্ল ফতিমা। সেদিক থেকে ক্য়াটরিনার উপস্থিতি শুধুই চমক!

সবশেষে

সবশেষে

আমির ভক্তরা যে এতক্ষণে টিকিট বুক করে ফেলেছেন তা বলাই বাহুল্য! বাকি অনেকেই ভাইফোঁটা বা দিওয়ালির মরশুমে 'ঠগস'দের মুখোমুখী হতেই পারেন। তবে, ছবির ঠগীরা দর্শক মন চুরি করে নেয়, নাকি পকেটকে ঠকায় , লাখ টাকার প্রশ্ন সেটা ঘিরেই!

[আরও পড়ুন: দিওয়ালি ফ্যাশনে একতা-শাবানা-শ্রদ্ধা! বলি-তারকাদের উপস্থিতিতে পার্টি যেন চাঁদের হাট][আরও পড়ুন: দিওয়ালি ফ্যাশনে একতা-শাবানা-শ্রদ্ধা! বলি-তারকাদের উপস্থিতিতে পার্টি যেন চাঁদের হাট]

English summary
After much anticipation and wait, the multi-starrer Thugs of Hindostan has finally hit the screens today. Starring Aamir Khan, Amitabh Bachchan, Katrina Kaif, Lloyd Owen and Fatima Sana Shaikh in key roles, the film has been directed by Vijay Krishna Acharya.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X