For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাহানি', 'অহল্যা'র পর এবার রহস্যে মোড়া 'টাইপরাইটার'-এ সুজয়ের দাদাগিরি

থ্রিলার নিয়ে বরাবরই কাজ করতে ভালবাসেন৷ বলিউডে 'কাহানি', 'বদলা'র মতো হিট থ্রিলার উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন৷ বড় পর্দার পাশাপাশি ওয়েব দুনিয়ায় অহল্যার মধ্যে দিয়ে আত্মপ্রকাশে ছক্কা হাঁকিয়েছেন৷

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.5/5
Star Cast: জেনি( পালমী ঘোষ), রবি আনন্দ(পূরব কোহলি), অমিত রয়(যীশু সেনগুপ্ত)
Director: সুজয় ঘোষ

থ্রিলার নিয়ে বরাবরই কাজ করতে ভালবাসেন৷ বলিউডে 'কাহানি', 'বদলা'র মতো হিট থ্রিলার উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন৷ বড় পর্দার পাশাপাশি ওয়েব দুনিয়ায় অহল্যার মধ্যে দিয়ে আত্মপ্রকাশে ছক্কা হাঁকিয়েছেন৷ এবার ভৌতিক থ্রিলারে ওভারস্টেপ করে খেললেন সুজয় ঘোষ৷ নেটফ্লিক্সের ভৌতিক ওয়েব সিরিজে রমরমিয়ে চলছে সুজয় ঘোষের ভৌতিক থ্রিলার 'টাইপরাইটার'৷

গল্প

গল্প

গোয়ার ভূত বাংলো বারডেজ ভিলা ও সেখানকার এক টাইপরাইটারকে ঘিরেই গল্প৷ গল্পের মূল চরিত্রে জেনি, যে তার পরিবারকে নিয়ে এই বাংলোয় ওঠে৷ আদৌতে এটি তাঁর দাদুর বাংলো৷ একসময় এই বাংলোর বসার ঘরে জেনির দাদু মাধব একের পর এক ভৌতিক হিট গল্প লিখেছেন৷ খাঁটি ভূতের গল্পের খোঁজে একসময় ফকির নামের এক 'আত্মা চোর'-এর সঙ্গে জেলে দেখা করতেও পিছপা হয়নি।

চাকরিসূত্রে জেনির বর গোয়ায় সিফ্ট করতে দীর্ঘদিন পর ফের সে আবার তাঁর দাদুর বারডেজ ভিলায় ফিরেছে৷ ভিলা জড়িয়ে রয়েছে তার ছেলেবেলার স্মৃতি, মায়ের আকস্মিক মৃত্যু রহস্য ও আরও অনেক কিছু। অন্যদিকে জেনি ভিলায় ফিরতেই ভিলা ও ভিলার বাইরে একের পর খুন ও ভৌতিক কান্ড শুরু!

ছবি যত এগোবে চমকের পর চমক রয়েছে৷ কিছুদিনের মধ্যেই জেনির সঙ্গে দেখা করার পর জেনির বাড়ির কাজের লোক খুন হয়৷ সেটাও অদ্ভূত ভাবে। পোস্টমর্টমের পর ধরা পড়ে, মৃত্যুর পর তার হার্ট একেবারে রক্তশূন্য!ডাক্তার থেকে পুলিশ কেউই এই রহস্যের কিনারা খুঁজে পায় না। পরে জেনিকে তাঁর বাড়ির ভৌতিক কান্ডকারখানা নিয়ে সাবধান করতে এসে একইভাবে সেখানকার এক পাব মালিক মারা যায়৷শুরুতে দুক্ষেত্রেই দেখানো হয়েছে, ভৌতিক কায়দায় হাত মুঠো করে দুজনেরই হৃদযন্ত্র বিকল করে মেরে ফেলছে জেনি। স্থানীয় পুলিশ রবি আনন্দেরও জেনির উপরই সন্দেহ গিয়ে পড়ে। সত্যিই কী জেনিই খুন করছে নাকি, জেনি রুপী কোনও ভূত এই কান্ড ঘটাচ্ছে?

সেই সঙ্গে জেনির দাদুর পুরনো টাইপরাইটার চুরি করে ফকির নামের এক শয়তানকে পূর্ণিমার রাতে পুনর্জীবন দিতে চাইছে অমিত স্যার। কী রহস্য লুকিয়ে আছে জেনির দাদুর ঐ টাইপরাইটারে? সেই রহস্য নিয়েই পাঁচ এপিসোডের এই ভৌতিক সিরিজ রান্না করেছেন সুজয়। গল্পে আর রয়েছে জেনির ছেলে নিক ও তাঁর তিন বন্ধু স্যাম,গাবলু ও বান্টি। এই চার স্কুল পড়ুয়া শেষ পর্যন্ত টাইপরাইটার রহস্য উৎঘাটন করতে পারে কিনা, সেটা জানতেই আপনাকে দেখতেই হবে ভৌতিক থ্রিলার টাইপরাইটার৷

অভিনয়

অভিনয়

সিনেমা কিংবা ওয়েব সিরিজ, চরিত্রাভিনেতা নির্বাচনে সেরা চমক দেন সুজয়। শেষবার অহল্যা ওয়েব সিরিজে সৌমিত্র চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরি ও রাধিকা আপ্তেকে দিয়ে চমক দিয়েছিলেন। এবারও ওয়েব মাধ্যামে টাইপরাইটারে ফাটিয়ে কাস্টিং করেছেন তিনি।জেনির চরিত্রে পালমী ঘোষের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। খুনের তদন্তকারী অফিসার রবি আনন্দের চরিত্রে পূরব কোহলি নিজের সেরাটা দিয়েছেন। চার খুদে অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়লেন অর্ণা শর্মা।সাহসী স্যামের চরিত্রে চোখ ধাঁধানো অভিনয় অর্ণার। আর সবশেষে যিনি। ভিলেন অমিত স্যারের চরিত্রে যীশু সেনগুপ্ত। অতীতে শাশ্বত চট্টপাধ্যায়কে বব বিশ্বাসের চরিত্রে ব্যবহার করে চমক দিয়েছিলেন সুজয়। এবার টাইপ রাইটারে সেরা অভিনয়টা বার করে নিলেন যীশুর থেকে।

ভিলেনের চরিত্রে দারুণ অভিনয় যীশুর।সেই আসলে ফকিরকে পুনর্জীবন দিতে টাইপরাইটারটি চুরি করতে চায়। প্রথম এপিসোডে ঠান্ডা মাথায় যীশুর খুন করার দৃশ্য কয়েক মুহূর্তের জন্য যেন বব বিশ্বাসের চরিত্রকেও হার মানিয়ে দিয়েছে। ফকির নামের ঐ আত্মা চোরের সঙ্গে অমিত স্যার(যীশুর) সম্পর্কই বা কী? শেষটা জানতে আপনাকে দেখতেই হবে টাইপরাইটার।

মিউজিক

মিউজিক

ভূতের সিনেমায় ছবির মিউজিক অন্যতম বড় শক্তি। এক্ষেত্রে সেরাটা দিয়েছেন সংগীত পরিচালক রাজা নারায়ন দেব। প্রতিটি এপিসোডের ভৌতিক দৃশ্য, খুনের রহস্যে ছবির মিউজিক আপনার অ্যান্ড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দেবে।

কোথায় দেখবেন, কেনই বা দেখবেন

হিন্দিতে শেষ কয়েক বছরে যে ধরনের ভৌতিক ওয়েব সিরিজ হয়েছে, প্রতি ক্ষেত্রেই যৌনতার সঙ্গে ভূত মিশিয়ে খিচুড়ি রেঁধেছেন পরিচালকরা। সেক্ষেত্রে সুজয়ের এই টাইপরাইটার ভয় ধরিয়ে দেওয়া নিখাদ ভৌতিক গল্প যার বাঁধন অনেক মজবুত। পাঁচ এপিসোডের শেষ দৃশ্য পর্যন্ত গল্পের রোমাঞ্চ ধরে রাখতে পেরেছেন সুজয়। তাই বলতেই হচ্ছে এবার ভৌতিক ওয়েব সিরিজে দাগাদিরি সুজয়ের। পাঁচ এপিসোডের এই ভৌতিক সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে।

English summary
typewriter,must watch scary horror series made by sujoy ghosh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X