For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রহস্যময়ী 'স্ত্রী' কোন বার্তা দিচ্ছে! রাজকুমার-শ্রদ্ধার এই ছবির গল্প আসলে কী নিয়ে

ভয় না মজা.. এই ছবিকে কোন গোত্রে ফেলবেন, তা নির্ভর করছে আপনার উপর। তবে এক অত্যন্ত রূঢ় বাস্তবকে তুলে ধরেছে 'স্ত্রী'। শ্রদ্ধা , রাজকুমার রাও অভিনীত এই ছবি মজার মোড়কের এক ভয়াবহ বার্তা দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.5/5
Star Cast: শ্রদ্ধা কাপুর, রাজ কুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি
Director: অমর কৌশিক

ভয় না মজা.. এই ছবিকে কোন গোত্রে ফেলবেন, তা নির্ভর করছে আপনার উপর। তবে এক অত্যন্ত রূঢ় বাস্তবকে তুলে ধরেছে 'স্ত্রী'। শ্রদ্ধা , রাজকুমার রাও অভিনীত এই ছবি মজার মোড়কের এক ভয়াবহ বার্তা দিয়েছে। যে বার্তা যতটা চমকপ্রদ , ততটাই সত্যি। অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী' ছবির প্রেক্ষাপট কোথাও গিয়ে বাস্তবের বিভিন্ন চিত্রের কোলাজ।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

ঘটনা শুরু হয় এক দর্জিকে ঘিরে। ভিকি নামের এই দর্জি (রাজকুমার রাও) নিজেকে চান্দেরি এলাকার মনীষ মালহোত্রা মনে করে। সব সময় হাসিখুশি থাকা ভিকির জীবনে আচমকা চলে আসে এক মেয়ে (শ্রদ্ধা কাপুর)। সেই রহস্যময়ী মেয়েটি ভিকিকে জানায় কেবল বছরের একটা সময়েই সে এই এলাকায় আসে। এদিকে, এলাকার সকলের ধারণা ততদিনে 'স্ত্রী' নামে কোনও এক অধিভৌতিক শক্তি এলাকায় কব্জা করেছে। একদিকে গ্রামে কোনও এক প্রেতাত্মার আসার খবর নিয়ে আতঙ্ক,. অন্যদিকে ভিকি চিন্তত তাঁর প্রেম নিয়ে। এমন সময় উদ্ঘাটিত হয় এক চরম সত্যি! সেই সত্যির হদিশ দিচ্ছে 'স্ত্রী'।

[আরও পড়ুন: বুড়ো হাড়েও ধর্মেন্দ্রর চরম ভেল্কি!কেমন হল ববি-সানিদের 'ইয়মলা পাগলা দিওয়ানা ফির সে' ' ][আরও পড়ুন: বুড়ো হাড়েও ধর্মেন্দ্রর চরম ভেল্কি!কেমন হল ববি-সানিদের 'ইয়মলা পাগলা দিওয়ানা ফির সে' ' ]

অভিনয়

অভিনয়

যত দিন যাচ্ছে দর্শকদের আশার মাত্রা ততটাই বাড়িয়ে দিচ্ছেন রাজ কুমার রাও। 'স্ত্রী' ছবিটির অন্য়তম সম্পদ রাজ কুমার। যোগ্য সঙ্গত দিয়েছেন শ্রদ্ধাও। তবে নারীচরিত্র নির্ভর ছবিতে যেভাবে গোটা ছবি জুড়ে পঙ্কজ ত্রিপাঠি রাজকুমাররা অভিনয়ের দাপটে দেখিয়েছেন তা প্রশংসনীয়।

পরিচালনা

পরিচালনা

মজার সংলাপ, টান টান গল্পের বুনোট, কমিক টাইমিং -এর সঙ্গে এক কঠিন বাস্তবকে তুলে ধরেছে 'স্ত্রী'। গল্পের গাঁথনির পরতে পরতে যাবতীয় মশলাকে উপযুক্ত পরিমাণে সাজিয়েছেন পরিচালক অমর। আর তাঁর এই কায়দাই জিতে নিয়েছে করতালি-ধ্বনি!

সবশেষে

সবশেষে

কেবল নারীকেন্দ্রিক ছবি হিসাবে নয়, 'স্ত্রী' ছবিটির গল্পের বুনোট এই ছবির বার্তাকে আরো স্পষ্ট করেছে। রাজ কুমার রাও, শ্রদ্ধা অভিনীত 'স্ত্রী' বর্ষামুখর উইকেন্ড জমিয়ে দিতে পারে।

English summary
Stree Movie Review,Shraddha Kapoor, Rajkummar Rao Are Terrific In Madcap Film
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X