For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এভাবেও ফিরে আসা যায়', শিখিয়ে দিল দিলজিৎ-তাপসীর 'সুরমা'

লড়াই, মাঠ কিংবা মাঠের বাইরে , দশজনের সঙ্গে কিংবা নিজের সঙ্গে লড়াইয়ের একটাই উদ্দেশ্য থাকে, তা হল জয় । কখনও জয় ছিনিয়ে নিতে হয়, আবার কখনও জয়ের ধারা বজার রাখতে হয়।

  • |
Google Oneindia Bengali News

Rating:
2.0/5

লড়াই, মাঠ কিংবা মাঠের বাইরে , দশজনের সঙ্গে কিংবা নিজের সঙ্গে লড়াইয়ের একটাই উদ্দেশ্য থাকে, তা হল জয় । কখনও জয় ছিনিয়ে নিতে হয়, আবার কখনও জয়ের ধারা বজার রাখতে হয়। চ্যাম্পিয়ানদের কাছে জয় ধরে রাখাটা চ্যালেঞ্জ, আর যাঁরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন,তাঁদের কাছে জয় পর্যন্ত পৌঁছানোর লড়াইটাই জন্ম দেয় এক রূপকথার। এই রূপকথার প্রতিটা পরত উপভোগ করে শেষপর্যন্ত টিকে থাকার গল্প বলেছে শাদ আলি পরিচালিত ছবি 'সুরমা'। এই ছবি গল্প বলেছে হকি তারকা সন্দীপ সিং এর জীবনের।

[আরও পড়ুন:সলমন-দীপিকা-হৃতিকদের 'লাকি চার্ম' কোন জিনিসগুলি জানেন! সৌভাগ্য ফেরাতে তাঁরা যা করেন][আরও পড়ুন:সলমন-দীপিকা-হৃতিকদের 'লাকি চার্ম' কোন জিনিসগুলি জানেন! সৌভাগ্য ফেরাতে তাঁরা যা করেন]

ছবির প্রেক্ষাপট

ছবির প্রেক্ষাপট

ছবির শুরুতেই তাপসী পান্নুর কণ্ঠস্বর শোনা যায়। হরপ্রীত কৌররের চরিত্রে তাপসী এই ছবির অন্যতম চরিত্র। এক মহিলা হকি খেলোয়াড়ের ভূমিকায় থাকা তাপসী এই কাহিনির সূত্রধার। তাপসীর কণ্ঠে উঠে এসেছে সন্দীপ সিং এর ফিরে আসার গল্প। ছবির গল্পে র মূল চরিত্র সুরমা। নিজের মতো লড়াই করে তিনিও হয়ে উঠেছিলেন দেশের অন্যতম নামী হকি খেলোয়াড়।কিন্তু হকি খেলোয়াড় থেকে হকি তারকা হওয়ার রাস্তায় সুরমাকে আটকে দেয় এক দুর্ঘটনা। যা দুর্ঘটনার জেরে প্যারালাইজ হয়ে যান সুরমা। তারপর, ফিরে আসা নেহাতই কঠিন ছিল। কিন্তু অসম্ভবকে সম্ভব করার চরম নির্দশন স্থাপন করেন এউ হকি খেলোয়াড়। যে লড়াই এই গল্পের মূল উপজীব্য।

অভিনয়

অভিনয়

এই ছবির অন্যতম সম্পদ দিলজিৎ দোসাঞ্জ। ইন্ডাস্ট্রিকে এতদিনে তিনি বুঝিয়ে দিতে পেরেছেন, যে এখানে তিনি থাকতে এসেছেন। ছবিতে দিলজিৎকে সমান সমর্থন যোগান তাপসী। নিজের গণ্ডির মধ্যে তাপসী অনবদ্য । 'পিঙ্ক' ছবির পর তাপসীর সঙ্গে ফের অভিনয় করতে দেখা গেল অঙ্গদ বেদীকে। ছবিতে তিনিও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

[আরও পড়ুন:অমিতাভ-সলমন-দীপিকার বাড়ির ইলেকট্রিক বিলের খরচ কত জানেন! জানলে 'শক' লাগতে পারে][আরও পড়ুন:অমিতাভ-সলমন-দীপিকার বাড়ির ইলেকট্রিক বিলের খরচ কত জানেন! জানলে 'শক' লাগতে পারে]

পরিচালনা

পরিচালনা

পরিচালক শাদ আলি যেভাবে সন্দীপ সিং এর চরিত্রটি এঁকেছেন , তাতে বহু পর্বেই অতিনাটকীয়তা ঠাসা রয়েছে। সেদিক থেকে ছবি চমক রাখলেও বাস্তবের থেকে অনেকটাই দূরে সরে থেকে গিয়েছে।

সবশেষে

সবশেষে

সকলের জীবনই কিছু না কিছু লড়াইয়ের মধ্যে দিয়ে চলে। সেই লড়াই থেকে লক্ষ্যের পথে যাওয়ার মাঝে , আচমকা অনেককেই হতাশা গ্রাস করে। এই হতাশা কাটিয়ে ওঠার নতুন দিগন্ত দেখাচ্ছে 'সুরমা'। ছবি শিখিয়ে দিচ্ছে 'এভাবেও ফিরে আসা যায়'।

English summary
Soorma Movie Review in bengali, Diljit , Tapsee shines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X