For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সিম্বা'র গর্জনে কি দম আছে! ছবির গল্প মনে করিয়ে দিচ্ছে কোন দক্ষিণী ছবিকে

'এটা কলিযুগ..এই কলিযুগে মানুষ শুধু একটা স্বার্থ নিয়েই বাঁচে.. নিজের স্বার্থ', ছবির সংলাপই বলে দিয়েছে কোন বাস্তবচিত্র তুলে ধরতে চলেছে রোহিত শেট্টির ছবি 'সিম্বা'।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.5/5
Star Cast: রণবীর সিং, সারা আলি খান, সোনু সুদ
Director: রোহিত শেট্টি

'এটা কলিযুগ..এই কলিযুগে মানুষ শুধু একটা স্বার্থ নিয়েই বাঁচে.. নিজের স্বার্থ', ছবির সংলাপই বলে দিয়েছে কোন বাস্তবচিত্র তুলে ধরতে চলেছে রোহিত শেট্টির ছবি 'সিম্বা'। রণবীর সিং , সারা আলি খানের সঙ্গে সোনু সুদ অভিনীত এই ছবি ডিসেম্বরে বলিউডে ঠাণ্ডা বক্স অফিসে আগুন লাগাতে পারবে কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!

চিত্রনাট্য

চিত্রনাট্য

দক্ষিণী ছবি 'টেম্পার' যাঁরা দেখেছেন তাঁদের কাছে ছবির চিত্রনাট্য অনেকটাই চেনা লাগতে পারে। তবে 'সিম্বা'র গল্পের সূত্রপাত এক 'লায়ন কিং' এর হাত ধরে! 'সিংহম' ছবির বাজিরাও সিংহমকে দেখে অনুপ্রাণিত হয়ে শিবগড়ে পুলিশ অফিসার হয়ে স্বপ্নপূরণ করেন সিম্বা (রাণবীর সিং)। তবে সিম্বা একজন দুর্নীতিবাজ পুলিস অফিসার, সিংহমের মত সৎ ব্যক্তিত্ব তাঁর নেই। শগুন (সারা আলি খান)এর সঙ্গে দেখা হওয়ার পর থেকে সিম্বা খানিকটা ব্যক্তিগত জীবন নিয়ে আরও বিলাসী হয়ে ওঠে। এমন এক সময়ে সিম্বার জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। যে ঘটনাই সিম্বার জীবন দর্শন পাল্টে দেয়। ছবির গল্প মোড় নেয় অন্যদিকে, শুরু হয় সিম্বার অ্যাকশন।

অভিনয়

অভিনয়

রণবীর সিং যেন পাত্রে রাখা জল! যে চরিত্রেই তিনি অভিনয় করেন সেই চরিত্রেই যেন তিনি সেরা। খিলজির পর সিম্বার চরিত্রেো ফের একবার বাজিমাত করে দিলেন এই স্ক্রিনের 'বাজিরাও'। অন্যদিকে ডেব্যুর পর সারার দ্বিতীয় ফিল্ম হিসাবে ফের একবার লাইমলাইট কেড়েছেন নবাব কন্যা। সোনু সুদ এই ছবির অন্যতম ইউএসপি।

পরিচালনা

পরিচালনা

ফের একবার অ্য়াকশন-প্রেম-নাটকীয়তার চেনা ফর্মুলা নিয়ে হাজির রোহিত শেট্টি। সেদিক থেকে এই ছবিতে যাবতীয় প্রয়োজনীয় রসদ রেখেছেন রোহিত শেট্টি।

[আরও পড়ুন: ২৪ বছর পর ফের 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'-য় মাতালেন অনিল কাপুর! ভিডিও ভাইরাল ][আরও পড়ুন: ২৪ বছর পর ফের 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'-য় মাতালেন অনিল কাপুর! ভিডিও ভাইরাল ]

সবশেষে

সবশেষে

চমকপ্রদ সংলাপ, অ্যাকশনে ঠাসা গল্প, আর প্রেম ও দুর্নীতির সংমিশ্রণে বছর শেষে ধমাকা ছবির যাবতীয় মশলা রয়েছে 'সিম্বা'য়। এবার অপেক্ষা বক্সঅফিস ছবি নিয়ে কী বলছে তার।

[আরও পড়ুন:v গুরুতর অসুস্থ অভিনেতা কাদের খান , রয়েছেন বিশেষ ভেন্টিলেশনে ][আরও পড়ুন:v গুরুতর অসুস্থ অভিনেতা কাদের খান , রয়েছেন বিশেষ ভেন্টিলেশনে ]

English summary
'Yeh kalyug hai kalyug, yahan log sirf ek hi matlab ke liye jeete hain...apne matlab ke liye!', reasons out Sangram Bhalerao aka 'Simmba' (Ranveer Singh) as an unscrupulous cop on-screen and the cinema hall immediately bursts into cheers and whistles. It's solid dialoguebaazi like these by Ranveer which make Simmba a massy, entertaining ride.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X