For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন সমস্যা নিয়ে সমাজকে শিক্ষামূলক বার্তা দিল 'শুভ মঙ্গল সাবধান'

২০১৩ সালে মুক্তি প্রাপ্ত তামিল ছবি 'কল্যাণা সামায়ল সাধাম' -এর রিমেক হল 'শুভ মঙ্গল সাবধান'। 'ভিকি ডোনার'-এর পর আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিতেও দেওয়া হয়েছে একটি সাজামিক বার্তা।

  • |
Google Oneindia Bengali News

২০১৩ সালে মুক্তি প্রাপ্ত তামিল ছবি 'কল্যাণা সামায়ল সাধাম' -এর রিমেক হল 'শুভ মঙ্গল সাবধান'। 'ভিকি ডোনার'-এর পর আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিতেও দেওয়া হয়েছে একটি সামাজিক বার্তা। বলিউডের আর টার পাঁচটা ছবির থেকে এই ছবির মূল উপজীব্য একেবারেই আলাদা। একটি গভীর সমস্যাকে হাসির মোড়কে ভাবনা চিন্তার জন্য দর্শকদের কাছে তুলে দিয়েছেন পরিচালক আর প্রসন্ন।

ছবির গল্প

ছবির গল্প

ছবিতে দেখানো হয় মুদিত(আয়ুষ্মান খুরানা) ও সুগন্ধা( ভূমি পেনধরকর) একে অপরের প্রতি আকর্ষিত। তবে কেউ কাউকে বলেত সাহস পাচ্ছেন না। কিছুদিন বাদে মুদিত এগিয়ে এসে গোটা ব্যাপারটি সংগঠিত করেন। সমস্ত কিছু যখন ঠিক, বিয়েও ঠিক, তখনই মুদিত বুঝতে পারেন যে সঙ্গমের সময়ে তাঁর পুরুষাঙ্গজনিত কিছু সমস্যা রয়েছে। আর এখান থেকেই ছবির গ্লপ নেয় ওক নতুন চেহারা।

পরিচালনা

পরিচালনা

ছবির পরিচালক আর প্রসন্ন এর আগে আসল তামিল সিনেমাটির পরিচালনা করেছিলেন। তাই এর হিন্দি রিমেক-এও সেই একই প্লেভার মিলছে । একটি গুরুত্বপূর্ণ সমস্যাকে কীভবে কোন আঙ্গিকে পেশ করলে সমাজ তা নিয়ে ভাবনা চিন্তা করবে , তা জানেন পরিচালক। তাই মজার মোড়কে এই ছবিকে পেশ করেছেন তিনি।

 অভিনয়

অভিনয়

আয়ুষ্মান-ভূমি জুটির দ্বিতীয় ছবি এটি। প্রথম ছবি ' দম লাগাকে হাইঁশা'-র পর এই ছবিতে দুজনকেই এক অপরের সঙ্গে আরও সাবলীল লাগছে। আয়ুষ্মান খুরানা নিজের গণ্ডীতে থেকে অভিনয়ের অসামান্য দক্ষতা রেখেছেন ছবিতে। যেখানে আবেগ দেখানোর সেখানে আবেগ আবার যেখানে হাস্যরস প্রয়োজন সেই দৃশ্যে যথার্থ হাস্যরস দিয়ে ভরিয়ে তুলেছেন ছবিকে। অন্যদিকে ভূমিও আরে থেকে অনেকটাই পরিণত অভিনয় উপহার দিয়েছেন এই ছবিতে।

সঙ্গীত

সঙ্গীত

এই ছবির অন্যতম ইউএসপি ছবির গান। ছবিতে বাঙালি সঙ্গীত পরিচালক তানিস্ক ও আরেক সঙ্গীত পরিচালক বায়ু সঙ্গীত পরিচালনা করেছেন। 'রকেট হামারে সইয়া' ছাড়াও 'কানহা' গানটিও বেশ জনপ্রিয় হয়েছে।

সবশেষে

সবশেষে


যাঁরা উইকএন্ডে সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে চান, তাঁরা দেখতেই পারেন 'শুভ মঙ্গ সাবধান'। একটি গুরুত্বপূর্ণ বিষয়কে বেশ মজার ছলে প্রকাশ করেছেন পরিচালক।

English summary
The scene where Seema Pahwa takes the help of 'Ali Baba & band gufa' to explain the concept of wedding night to her daughter Sugandha (Bhumi Pednekar) will make you laugh till it hurts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X