For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন-মনোজের 'সত্যমেব জয়তে' কি পারল দর্শক মন ছুঁয়ে যেতে

দুর্নীতি দমন , দুর্নীতির পথে। এও এক সমাজবোধ। দুর্নীতিগ্রহস্ত উর্দিধারীদের হত্যায় নামে সমাজের সৎচিন্তনের গুণ্ডারা। এমন চিত্রনাট্যে ৮০ থেকে ৯০ এর দশক পর্যন্ত একাধিক ছবি হয়েছে বলিউডে।

  • |
Google Oneindia Bengali News

দুর্নীতি দমন , দুর্নীতির পথে। এও এক সমাজবোধ। দুর্নীতিগ্রহস্ত উর্দিধারীদের হত্যায় নামে সমাজের সৎচিন্তনের গুণ্ডারা। এমন চিত্রনাট্যে ৮০ থেকে ৯০ এর দশক পর্যন্ত একাধিক ছবি হয়েছে বলিউডে। পরবর্তীকালে পটভূমি বদলালেও বহু বলিউড ছবিতেই এই ধরণের ভাবনা উঠে এসেছে। ফের একবার সেই ধারাতেই ধরা দিল জন আব্রাহাম , মনোজ বাজপেয়ী অভিনীত 'সত্য়মেব জয়তে ' ।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

ছোটবেলা থেকেই দুর্নীতির অন্ধকার দেখে বড় হয় বীর (জন)। যেখানেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার দেখে সে, সেখানেই তাকে হত্যা করতে উদ্যত হয় বীর। পুলিশি দুর্নীতি কিছুতেই মেনে নিতে পারে না বীর। অ্যাকশানে ঠাসা এই ফিল্মে বীর একের পর এক হত্যালীলা চালাতে থাকে। এমন সময় ময়দানে নামেন ডিসিপি শিবাংশ রাঠৌর (মনোজ বাজপেয়ী)। গল্প মোড় নিতে থাকে চোর-পুলিশের খেলায়।

[আরও পড়ুন:সোনালী স্বপ্ন জয়ে কতটা সফল অক্ষয়ের 'গোল্ড'][আরও পড়ুন:সোনালী স্বপ্ন জয়ে কতটা সফল অক্ষয়ের 'গোল্ড']

অভিনয়

অভিনয়

আপনি জন আব্রাহামের ভক্ত হলে এই ছবি আপনার ভালো লাগতেই পারে। কারণ বহুদিন বাদে জন ফের একবার অ্যাকশন কিং অবতারে। অন্যদিকে , মনোজ বাজপেয়ী এই ছবিতে অনেককেই নিরাশ করেছেন।

পরিচালনা

পরিচালনা

চেনাশোনা চিত্রনাট্যে ফের একবার নতুন মোড়ক। এমন ভাবেই ছবির গল্প তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু ছবির গল্পের বাঁধন এতটাই আলগা যে , দর্শককে টেনে রাখতে পারেনি 'সত্যমেব জয়তে'।

সবশেষে

সবশেষে

'সত্যমেব জয়তে' ছবিতে জন ছাড়া অন্যতম আকর্ষণ যদি কিছু থাকে,তাহলে তা নোরাহ ফতেহির 'দিলবর' গানটির সঙ্গে নাচ। এই আইটেম ডান্স ছাড়া সেভাবে ছবিতে নতুনত্বের স্বাদ কিছুই এনে দিতে পারেননি পরিচালক। এমনকি দেশভক্তিও এখানে সেভাবে মন ছুঁয়ে যেতে পারেনি।

English summary
Satyameva Jayate movie review:John Abram starer film fails to win hearts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X