For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদর্শ-রাজনীতি-ছাত্রাবস্থার এক অদ্ভুত কোলাজ 'রিইউনিয়ন'

ছাত্র রাজনীতি,বন্ধুত্ব , প্রেম , সমস্ত কিছুর মধ্য দিয়ে জীবনের একটা ছোট্ট সময় চোখের নিমেষে কেটে যায় কলেজ জীবনে।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.0/5

ছাত্র রাজনীতি,বন্ধুত্ব , প্রেম , সমস্ত কিছুর মধ্য দিয়ে জীবনের একটা ছোট্ট সময় চোখের নিমেষে কেটে যায় কলেজ জীবনে। জীবনবোধ গডে় ওঠার এই সময়কালে অনেক ক্ষেত্রেই ভাঙা-গড়ার মধ্য দিয়ে কেটে যায় বহু কৈশোর। গড়ে ওঠে রাজনৈতিক চিন্তন। এমনই এক চেনা বাস্তবের ছবির কোলাজ ঘিরে নস্টালজিয়া উস্কে দিয়েছে মুরারী এম রক্ষিতের ফিল্ম 'রিইউনিয়ন'।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

এই ছবির প্রেক্ষাপট নব্বইয়ের দশক। যেখানে কলেজের বার্ষিক অনুষ্ঠানে শিল্পী নচিকেতার গান গাইতে আসা নিয়ে রীতিমত উন্মাদনার চিত্র প্রকাশ পায়। বাম রাজনীতির প্রেক্ষাপটে যখন একজা প্রজন্ম ধীরে ধীরে নিজের পথছ চলার রাস্তা বেছে নিতে শুরুপ করেছে , তখনকার প্রেক্ষাপটে গল্প বুনেছে পরমব্রত অভিনীত ' রিইউনিয়ন'। গল্পের সূত্রপাত, কুড়ি বছর পর তিন বন্ধুর দেখা হওয়াকে ঘিরে। ঘটনাস্থল কালিম্পং। কেন কালিম্পং ? সে প্রশ্নের উত্তর দিয়েছে ছবির গল্পই। আর দেখা হতেই নস্টালজিয়া উস্কে উঠে আসে পুরনো বাম জমানায় কলেজ জীবনের গল্প। আচমকা একটি বিশেষ ঘটনা পাল্টে দিতে থাকে ৩ বন্ধুর জীবন। প্রশ্ন ওঠে ২০ বছর আগের এক রহস্যকে নিয়ে। রহস্য জাগে অর্কদা নামের এক ব্যক্তিকে নিয়ে।

অভিনয়

অভিনয়

বহুদিন বাদে পরমব্রত-রাইমা একসঙ্গে । এই জুটির স্ক্রিন প্রেজেন্স ছিল জমজমাট। পাশাপাশি যোগ্য সঙ্গত দিয়েছেন সমদর্শী। ছবিতে বাড়তি পাওনা হিসাবে ছিলেন সব্য়সাচী চক্রবর্তী। আলাদা করে নজর কেড়েছেন ইন্দ্রাশিস।

পরিচালনা

পরিচালনা

'রিউইনিয়ন' এ বাম রাজনীতির সময়ে বেড়ে ওঠা একটা প্রজন্মের বাস্তব চিত্র তুলে দরতে চেয়েছেন মুরারী। মাল্টিস্টারার এই ফিল্মে কাস্টিং এর উজ্জ্বলতা অবশ্য চিত্রনাট্যের বাঁধনকে অনেক জায়গাতেই ম্লান করে দিয়েছে।

সবশেষে

সবশেষে

শহুলে ক্লান্ত জীবনে থেকে কিছুটা সময় পুরনো পড়ুয়া জীবনের স্মৃতিকে উস্কে দিতে হলে যেতেই পারেন রিইউনিয়ন দেখতে। পুরনো বন্ধুদের গেট টপ গেদর প্ল্যান হয়ে থাকলেও এই ছবি সকলে মিলে দেখতে যেতেই পারেন সপ্তাহান্তে।

English summary
Reunion Movie Review:Parambrata starrer film reminds of collage days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X