For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হনসল মেহতা আবিষ্কার করলেন এক নতুন 'রাজকুমার'-কে! কীভাবে 'ওমের্তা' বলল কুখ্যাত জঙ্গির কাহিনি

পাক বংশোদ্ভুত ব্রিটিশ জঙ্গি ওমর সঈদ শেখ। তার জীবনের বিভিন্ন ঘটনা তথা জঙ্গি -মানসিকতাকে গল্পের সুতোয় বেঁধে যে ছবি তৈরি হয়েছে তার নাম 'ওমের্তা'।

Google Oneindia Bengali News

পাক বংশোদ্ভুত ব্রিটিশ জঙ্গি ওমর সঈদ শেখ। তার জীবনের বিভিন্ন ঘটনা তথা জঙ্গি -মানসিকতাকে গল্পের সুতোয় বেঁধে যে ছবি তৈরি হয়েছে তার নাম 'ওমের্তা'। হনসল মেহতা পরিচালিত এই ছবি ঘিরে বহুদিন ধরেই অপেক্ষা ছিল দেশের চলচ্চিত্র প্রেমীদের। সেন্সর বোর্ডের দৃশ্য ছাঁটাইের নির্দেশ ঘিরে বহু টালবাহানার পর শেষমেশ আজ মুক্তি পেল ওমের্তা। 'ওমের্তা' ছবিতে রাজকুমার রাওয়ের অভিনয়কে যদি কেউ চ্যালেঞ্জ দিতে পারে তা হল ছবির চিত্রনাট্য। দেখে নেওয়া যাক ছবির কাহিনি, চিত্রনাট্য থেকে অভিনয় ঘিরে বিভিন্ন দিকের খতিয়ান।

[আরও পড়ুন:সত্যজিতের ছবিতে কেন অভিনয় করতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে][আরও পড়ুন:সত্যজিতের ছবিতে কেন অভিনয় করতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে]

[আরও পড়ুন:এবার কলকাতাও দেখবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি 'ভুবন মাঝি'][আরও পড়ুন:এবার কলকাতাও দেখবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি 'ভুবন মাঝি']

কাহিনি

কাহিনি

২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদিক ড্যানিয়াল পার্লকে হত্যা থেকে ভারতে ১৯৯৪ সালে একাধিক বিদেশীকে অপহরণ। বিভিন্ন রকমের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ওমর সঈদ শেখ। তার জীবনের ঘটনা অনেকের কাছেই নতুন নয়। তবে তার জঙ্গিকার্যকলাপ মূলকত মনস্তত্ত্ব অনেকের কাছএই অজানা। আর সেই অজানা দিকটির পর্দা উন্মোচন করেছেন পরিচালক হনসল মেহতা। তার জেল প্রবেশ আর বেরিয়া আসা। কারামুক্তির পর আবারা অপরাধের দুনিয়া ঢুকে পড়ার নেশা। সমস্ত কিছুই অনেকটা তথ্যচিত্রের মত করে পর পর সাজিয়েছেন পরিচালক। তবে যে ব্যক্তির মধ্যে এতটা বিদ্বেষ, অপরাধ তিলে তিলে জন্ম নিয়েছে, সে কি আসলে সত্যিই জন্ম থেকে এরকম ছিল। কী ছিল তার জন্মের পরের ঘটনা? সেই উত্তরই দিচ্ছে 'ওমের্তা'।

অভিনয়

অভিনয়

২০১৭ সাল জুড়ে বলিউডে একাই দাপট দেখিয়ে গিয়েছেন রাজ কুমার। তাবড় তাবড় 'খান'দের ছবি যখন মুথ থুবড়ে পড়েছে তখন কম বাজেটের ছবিতে মাত করেছেন রাজকুমার রাও। এই ছবিতে তাঁর জন্য পিচ খানকটা তৈরিই ছিল! তিনি এলেন, দেখলেন আর ছক্কা হাঁকালেন! রাজ কুমার রাওয়ের থেকে প্রতিমুহুর্তের দর্শকদের প্রত্যাশা বেড়ে চলেছে। আর তাঁর সামনে একটাই চ্যালেঞ্জ, দর্শকদের শুধু সন্তুষ্ট করা নয়। মুগ্ধ করে তোলা। যে কাজটা সহজেই 'ওমের্তা'তে করে দেখিয়ে দিয়েছেন তিনি।

পরিচালনা

পরিচালনা

'শাহিদ' ও 'আলিগড়' দুটি ছবিতেই রাজকুমার রাও-হনসল মেহতা জুটি পাওয়া গিয়েছিল। আবার 'ওমের্তা'-র হাত ধরে ফিরে এল সেই জুটি। পরিচালনার দিকে দিয়ে নতুন করে হনসল মেহতা সম্পর্কে কোনও বিশেষণ প্রয়োগের প্রয়োজন নেই। তবে ,'ওমের্তা' ছবিটিতে , জঙ্গি ওমরের জীবনের বিভিন্ন ঘটনা অনেকটা তথ্যের আকারে সাজানো হয়েছে। ফলে কোথাও কোথাও অনেকটা তথ্যচিত্রের মত দাঁড়িয়েছে ছবি। তবে চিত্রনাট্যের জোর কোনও কোনও জায়গায় এতটাই প্রকট ছিল , যে সেই এক ঘেয়েমিও কেটে গিয়েছে ছবিতে।

সবশেষে

সবশেষে

রুদ্ধশ্বাস গল্প প্রতি মুহুর্তে দাঁত দিয়ে নোখ কাটতে কাটতে যদি কোনও ছবি উপভোগ করার ইচ্ছা হয়। তাহলে তা অবশ্যই উইকেন্ডেদেখা আসুন 'ওমের্তা'। আর যদি আপনি ইতিমধ্যেই রাজকুমার রাওয়ের ভক্ত হন, তাহলে তো এতক্ষণে টিকিট বুক করেই ফেলেছেন!

English summary
Rajkumar rao starrer , Hansal mehta's Directional film Omerta's Movie Review
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X