For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুপ্তচরবৃত্তিতে সেহমত 'রাজি' হওয়ার পর কী হল! ৭১'এর যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি এই ছবি কেমন

৭১ এর ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে কোন গল্পকে অবলম্বন করে তৈরি হয়েছে ছবিটি ? ছবির কাহানি বিন্যাসই বা কেমন জেনে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

'লগন কি বাজি হ্যায়.. চোট ভি তাজি হ্যায়.. লাগা দে দাভ পর দিল, আগর দিল রাজি হ্যায়..'। টাইটেল ট্র্যাক থেকে
ট্রেলার দেখেই অনুমান করা যাচ্ছিল মেঘনা গুলজারের 'রাজি' গায়ে কাঁটা লাগিয়ে দেওয়া পক্ষে যথেষ্ট। যদিও ছবিটি চরিত্র কেন্দ্রিক, তবুও চরিত্রের থেকেও এখানে গল্প গুরুত্ব পেয়েছে। ৭১ এর ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে কোন গল্পকে অবলম্বন করে তৈরি হয়েছে ছবিটি ? ছবির কাহানি বিন্যাসই বা কেমন জেনে নেওয়া যাক।

ছবির গল্প

ছবির গল্প

গল্পের মূল চরিত্র সেহমত (আলিয়া ভাট)। কাশ্মীরি মেয়ে সেহমত দিল্লিতে পড়াশুনো করে। হঠাৎই বাবার অসুস্থতার খবর পেয়ে সে ছুটে আসে উপত্যকায়। কাশ্মীরী ব্যবসায়ী হিসাবে খ্যাত সেহমতের বাবা হিদায়ত (রজত কাপুর) আসলে ভারতীয় গোয়েন্দার বিভাগের সঙ্গে কাজ করতেন। তিনি চান তাঁর মেয়ে সেহমতও দেশের জন্য গুপ্তচরবৃত্তিতে যোগ দিক। আর সেইমত 'রাজি' হন সেহমত। এরপর পাকিস্তানি সেনা অফিসারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেহমত। কাঁটাতার পেরিয়ে চলে যেতে হয় পাকিস্তানে। তারপর থেকে নানা দিকে মোড় নেয় ছবির গল্প। শেষ পর্যন্ত সেহমতের পরিণতি কী হয়, তা জানতে দেখতে হবে এই ছবি।

 পরিচালনা

পরিচালনা

ছবিতে মেঘনা গুলজার একজন গুপ্তচরের জীবনী তুলে ধরেছেন। তবে সেই জীবনর ঘটনাতে চরিত্র প্রাধান্য পেলেও, সেভাবে গল্পকে ছাপিয়ে যেতে পারেনি। উল্লেখ্য, গুপ্তচরকে ঘিরে তৈরি হওয়া এই ছবির গল্পের চিত্রনাট্য পুরোদমেই তৈরি হয়েছে সংবেদনশীলতার ওপর ভর করে। অ্যাকশন এই ছবিতে সেভাবে জায়গা পায়নি। তবে এই গল্পকে ৭০ এম এম-এ যেভাবে তুলে ধরেছেন মেঘনা, তা মন ছুঁয়ে যাওয়ার মত।

অভিনয়

অভিনয়

নারীকেন্দ্রিক এই ছবিতে আলিয়া ভাট মুখ্যচরিত্রে অভিনয় করেছেন। কাশ্মীরী মেয়ের সহজ সরল জীবন থেকে একজন চতুর গুপ্তচর হিসাবে ছবিতে বদলাতে দেখা গিয়েছে তাঁর চরিত্রকে। তবে, এই বদল সেভাবে আলিয়ার মেক আপ বা অভিব্যক্তিতে ফুটে ওঠেনি। আলিয়া ছাড়াও ছবিতে জয়দীপ আলাওয়াত ও ভিকি কৌশল এই ছবিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন। 'মাসান' খ্য়াত অভিনেতা ভিকি এই ছবির সম্পদ।

সঙ্গীত

সঙ্গীত

'রাজি' ছবির টাইটেল ট্র্যাক থেকে শুরু করে প্রতিটি গান মন ছুঁয়েছে দর্শকের। ইতিমধ্যেই হিট হয়েছে 'অ্যায় ওয়াতন' ,'দিলবারো'-র মত গানগুলি।

 সবশেষে

সবশেষে

অ্যাকশন নয়, যদি আবেগ আর সংবেদনশীলতায় ঠাসা একটি গল্প দেখতে চান, তাহলে এই উইকেন্ডে আপনার সেরা প্রাপ্তি হতে পারে 'রাজি'।

English summary
Raazi film review Alia Bhatt starrer Spy thriller makes a mark.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X