For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোমা ফাটাল 'পটাকা'! সুনীল-সানায়াদের ছবির গল্প কোন ঘটনাকে কেন্দ্র করে

মুক্তিতেই বিস্ফোরণ 'পটাকা'-র! ৪৪০ ভোল্টের এক বিস্ফোরক ছবি উপহার দিলেন বিশাল ভরদ্বাজ। ভালোবাসা, মান ,অভিমান ও এক গ্রাম্য সমাজের চেনা ছবি তুলে ধরেছে 'পটাকা'।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.0/5
Star Cast: রাধিকা মদন, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার
Director: বিশাল ভরদ্বাজ

মুক্তিতেই বিস্ফোরণ 'পটাকা'-র! ৪৪০ ভোল্টের এক বিস্ফোরক ছবি উপহার দিলেন বিশাল ভরদ্বাজ। ভালোবাসা, মান ,অভিমান ও এক গ্রাম্য সমাজের চেনা ছবি তুলে ধরেছে 'পটাকা'। 'দঙ্গল' খ্যাত সানায়া মালহোত্রা অভিনীত এই ছবি চেনা মোড়কের অক অচেনা গল্প বলেছে।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

ছবির গল্প উত্তর ভারতের এক গ্রামের। সেই গ্রামের মেয়ে চম্পা (রাধিকা মোহন), আর তাঁর বোন ছুটকি (সানায়া মালহোত্রা)। দু'জনেই ব্যাপক লড়াকু মেয়ে। দুটি চরিত্রের মধ্যেই যেন উত্তরের মাটির রুক্ষতা মিশে রয়েছে। রুক্ষতার যাবতীয় রসদ নিয়েও তাঁরা প্রেমে পড়ে। আর নিজেদের প্রেম বাঁচাতে তাঁরা এক অসম লড়াইয়ের মধ্যে পড়ে যায়।

অভিনয়

অভিনয়

সানায়া থেকে রাধিকা মদনই শুধু নন, এই ছবির সম্পদ আরও অনেকে। ছুটকিদের বাবার চরিত্রে বিজয় রাজ আর আরও এক বিশেষ চরিত্রে সুনীল গ্রোভার এই ছবির সম্পদ। ছবির অন্যতম আবিষ্কার সুনীল গ্রভার।

পরিচালনা

পরিচালনা

এক জটিল গল্পকে সাবলীলভাবে বলে ফেলার ক্ষমতা রাখেন পরিচালক বিশাল ভরদ্বাজ। আর 'পটাকা' ছবিতে তাঁর সেই দক্ষতা যেন আরও বেশি করে ফুটে উঠেছে। ছবির সংলাপের ধরন, গল্পের বুনোট,প্রতি মুহূর্তে স্পষ্ট করেছে এই ছবি বিশাল ভরদ্বাজের ঘরানার ছবি।

সবশেষে

সবশেষে

১৪০ মিনিটের এই ছবি মনোরঞ্জনের সমস্ত রসদে ঠাসা। ফলে এই সপ্তাহে মন ভালো করা কোনও ছবি দেখতে চাইলে বন্ধুদের নিয়ে চলে যেতে পারেন 'পাটাকা' দেখতে।

[আরও পড়ুন:প্রেম অটুট হলে কোনও কিছুই অসম্ভব নয়! আর কোন বার্তা দিল অনুষ্কা-বরুণের 'সুই ধাগা' ][আরও পড়ুন:প্রেম অটুট হলে কোনও কিছুই অসম্ভব নয়! আর কোন বার্তা দিল অনুষ্কা-বরুণের 'সুই ধাগা' ]

English summary
Pataakha Movie Review: Sunil Grover Adds Spark To Sanya Malhotra-Radhika Madan's Dynamite Act.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X