For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দো-চিন যুদ্ধের সত্যি ঘটনাকে ঘিরে তৈরি 'পল্টন'! ছবির গল্পে কোন বার্তা উঠে এল

এই কাহিনি দেশের এক গর্বের অধ্যায়ের। যে সত্যি ঘটনাকে কেন্দ্র করে জেপি দত্ত 'পল্টন' ছবিটি নির্মান করেছেন, তা নাথুলা পাসে ইন্দো-চিন যুদ্ধের আবহকে কেন্দ্র করে তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.0/5
Star Cast: অর্জুন রাম পাল, সোনু সুদ, জ্যাকি শ্রফ
Director: জেপি দত্ত

এই কাহিনি দেশের এক গর্বের অধ্যায়ের। যে সত্যি ঘটনাকে কেন্দ্র করে জেপি দত্ত 'পল্টন' ছবিটি নির্মান করেছেন, তা নাথুলা পাসে ইন্দো-চিন যুদ্ধের আবহকে কেন্দ্র করে তৈরি হয়েছে। কেমন ছিল সেই যুদ্ধ, কী বা ঘটেছিল সেখানে? এই প্রশ্নের জবাব দিয়েছে 'পল্টন'।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

ঘটনা ৬০ এর দশকের। ৬২ -র যুদ্ধের পর যখন চিনা সৈনিকরা পিছপা হটেছিল, তারপর ফের একবার পাল্টা লড়াইয়ের চেষ্টায় ছিল চিন। ১৯৬৫ সালে নাথুলা পাসে ইন্দো-চিন উত্তেজনামূলক এক পরিস্থিতিকে সেলুলয়েড বন্দি করলেন পরিচালক জেপি দত্ত। অর্জুন রামপাল এই ছবির লেফনান্ট কর্ণেল রাই সিং, সোনু সুদ মেজর বিষেণ সিং -এর চরিত্রে রয়েছেন। কীভাবে ভারতীয় সেনা চিনের সেনাকে প্রতিহত করেছে , তা নিয়েই মূলত গল্প বেঁধেছে ছবিটি।

পরিচালনা

পরিচালনা

এই ফিল্মের চিত্রনাট্য থেকে গল্প সমস্তই লিখেছেন পরিচালক জেপি দত্ত। রিয়েল লোকেশনে শ্যুটিং এই ছবির চিত্রনাট্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে। পাশাপাশি যুদ্ধাঙ্গণে জওয়ানদের সখ্যতা কেমন হয়ে থাকে, দেশের জন্য লড়াইয়ের গর্ব, সেই সমস্ত অনুভূতিই ফুটে উঠেছে ছবিতে।

অভিনয়

অভিনয়

ছবিতে মাল্টি স্টারকাস্ট থাকলেও সেভাবে ছবি প্রভাব ফেলতে পারেনি। অর্জুন রামপাল ও সোনু সুদ যেভাবে নিজের ১০০ শতাংশ এই ছবিতে দিয়েছেন, সেই সমর্থন এই ছবি অন্য অভিনেতাদের কাছ থেকে পায়নি। জ্যাকি শ্রফ এই ছবির গুরত্বপূর্ণ চরিত্রে থাকলেও, সেভাবে প্রভাব ফেলতে পারেননি দর্শকদের মনে।

[আরও পড়ুন: প্রেমের গল্পকে কোন মোড়কে পেশ করল 'লয়লা-মজনু' ! জানুন ছবির গল্প][আরও পড়ুন: প্রেমের গল্পকে কোন মোড়কে পেশ করল 'লয়লা-মজনু' ! জানুন ছবির গল্প]

সবশেষে

সবশেষে

ভারতীয় সেনাদের বীরগাথার কাহিনি সবসময়ই আকর্ষণীয়। জেপি দত্ত-এর 'পল্টন' সেই আকর্ষণকে চারগুণ বাড়িয়ে তুলেছে।

English summary
Paltan Movie Review:arjun rampal and sonu sood movie gets a achieves appluds .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X