For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেটফ্লিক্সের 'মোগলি' জঙ্গলের লড়াইয়ের কোন সত্যিকে টেনে বার করল! উঠে এল কোন কাহিনি

কিপলিং এর লেখা 'জঙ্গলবুক ' অবলম্বনে ডিজনির প্রযোজনায় সেলুলয়েডে ২ বছর আগেই ধরা দিয়েছে 'মোগলি'। জঙ্গলের এই রাজপুত্রকে আরও একবার নতুন ভাবনায় ৭০ এমএম -এ তুলে ধরল নেটফ্লিক্স।

  • |
Google Oneindia Bengali News

কিপলিং এর লেখা 'জঙ্গলবুক ' অবলম্বনে ডিজনির প্রযোজনায় সেলুলয়েডে ২ বছর আগেই ধরা দিয়েছে 'মোগলি'। জঙ্গলের এই রাজপুত্রকে আরও একবার নতুন ভাবনায় ৭০ এমএম -এ তুলে ধরল নেটফ্লিক্স। মোগলিকে ঘিরে এই ওয়েব ফিল্মে জঙ্গলের লড়াইয়ের পাশাপাশি ফুটে উঠেছে মোগলির নিজের অস্তিত্বের লাড়ইয়ের গল্পও।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

এই গল্প শুধুমাত্র জঙ্গলের লড়াইয়ের নয়, এই গল্প জঙ্গলের নিয়ম মেনে জঙ্গলের লড়াইয়ের। নেট ফ্লিক্সের 'মোগলি লেজেন্ড অফ দ্যা জঙ্গল' ছবিতে এক অন্য় লড়াইয়ের গল্প বলা হয়েছে। অ্যান্ডি সর্কিসের এই ছবিতে শুধু শের খানই মোগলির প্রতিদ্বন্দ্বি নয়, জঙ্গলের মোগলির সঙ্গে মানুষ মোগলির পার্থক্যও এখানে মোগলির লড়াইয়ের অন্যতম ভিলেন।'জঙ্গল বুক'-এর গল্পের এক ধূসর অথচ রক্তাক্ত বাস্তব কোথাও যেন প্রকট হয়ে উঠেছে এঅ ফিল্মের গল্পজুড়ে।

অভিনয়

অভিনয়

অ্যানিমেশন আর রক্তমাংসের মানুষ, আর প্রেক্ষাপটের জঙ্গল এই ছবিতে সমস্ত দিকই যেন এক একটি চরিত্র। এরমধ্যে সের খানের চরিচ্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ , বাঘিরার চরিত্রে ক্রিস্টিয়ান বেলের কণ্ঠস্বর রীতিমত মন জয় করে নিয়েছে। এছাড়াও মোগলির চরিত্রে ছোট্ট রোহন চাঁদও বেশ সাবলীল।

পরিচলনা

পরিচলনা

কিপলিং এর লেখা 'জঙ্গলবুক' তো অনেকেরই পড়া.. তা সত্ত্বেও ২ বছর আগে ডিজনির 'জঙ্গলবুক' মুক্তি পেতেই হল-মুখী হয়েছে দর্শক। এরপর প্রশ্ন উঠতেই পারে 'জঙ্গলবুক' তো অনেকেই দেখেছেন , তাহলে নেটফ্লিক্সের 'মোগলি' দেখার আগ্রহ কেন থাকবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়েই কার্যত জঙ্গলের এক অন্য রকমের গল্প বলেছেন পরিচালক অ্যান্ডি সের্কিস। ব্যাকগ্রাউন্ড মিউজিক-এ অতিরিক্ত যন্ত্রাংশের ব্যবহার যদিও গল্পের ছন্দপতনের অন্যতম কারণ।

সবশেষে

সবশেষে

জঙ্গলের লড়াইয়ের এই অসামান্য গল্পের প্রতিটি পরত জীবনের যুদ্ধের সঙ্গে মিল পেতে পারেন অনেকেই। এই লড়াই উপভোগ করতে গিয়ে আত্মতৃপ্তি আপনাকে মুগ্ধ করতেই পারে। তবে তারজন্য থাকতে হবে নেটফ্লিক্স-এর সাবস্ক্রিপশান!

English summary
It was only two years ago that we saw a live-action Disney film based on Rudyard Kipling’s The Jungle Book so when the trailer for Andy Serkis’ Mowgli: Legend of the Jungle dropped, many, including me, had the same question, ‘Do we need another film on The Jungle Book?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X