For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নমস্তে ইংল্যান্ড' মুভি রিভিউ:অর্জুন-পরিণীতির পাঞ্জাবী লাভস্টোরি কি 'দশেরা' জমাতে পারবে

আজ গোটা দেশ 'দশেরা'র উৎসবে মাততে চলেছে । অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে আলোর উৎসবে মাততে চলেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। এমন এক উৎসবের আবহে মুক্তি পেয়েছে বিপুল শাহের ছবি 'নমস্তে ইংল্যান

  • |
Google Oneindia Bengali News

আজ গোটা দেশ 'দশেরা'র উৎসবে মাততে চলেছে । অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে আলোর উৎসবে মাততে চলেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। এমন এক উৎসবের আবহে মুক্তি পেয়েছে বিপুল শাহের ছবি 'নমস্তে ইংল্যান্ড'। অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া অভিনীত এই ছবি আদৌ উৎসবের আমেজের মাতিয়ে রাখতে পারল কি না , দেখে নেওয়া যাক।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

ছবির গল্প দুটি পরম (অর্জুন কাপুর) ও জসমিতকে নিয়ে (পরিণীতি চোপড়া)। এক অপরের প্রেমে পড়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। এরপরই জসমিত নিজের অন্য় এক স্বপ্নের খোঁজে নতুন উড়ান নিতে চান। পাড়ি দেন লন্ডনে। কেরিয়ারকে অন্যভাবে গড়ে তোলার চেষ্টায় থাকেন তিনি। এদিকে, তড়িঘড়ি লন্ডন যেতে গিয়ে পরম কিছুতেই ভিসা পাননা। তারপর থেকেই ঘটনা এগোয় নিজের ছন্দে।

অভিনয়

অভিনয়

ছবিতে পরিণীতির উজ্জ্বল উপস্থাপনা রীতিমত নজর কেড়েছে। সাবলীল অভিনয়ের দাপটে ছবিতে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। অন্যদিকে, অর্জুনকে ঘিরে আশাতীত প্রাপ্তি পাওয়া যায়নি।

পরিচালনা

পরিচালনা

বিপুল শাহের 'নমস্তে লন্ডন' ছবির পরবর্তী পর্যায় 'নমস্তে ইংল্যান্ড'। ছবির গল্পের বুনোটে বেস কয়েকটি জায়গা আলগা রয়েছে। বহু ক্ষেত্রেই অতিনাটকীয়তা গ্রাস করেছে ছবিকে।পরিণীতি-অর্জুনের রসায়ন ঘিরে সেভাবে দর্শকদের মন ছুঁয়ে যেতে পারেননি পরিচালক।

সবশেষে

সবশেষে

দশেরার আবহে সপরিবারে উৎসবের মেজাজ ধরে রাখতে চাইলে দেখে আসতেই পারেন অর্জুন-পরিণীতির এই ছবি।

English summary
Namaste England Movie Review: Arjun, Parineeti's Film Lacks Common Sense.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X